মেয়েটি সুন্দরী ছিলো..
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৭ জুন, ২০১৮, ০১:১৫:৪০ রাত
রাত দুইটা।
"দূর থেকে ভেবেছিলাম ডিভি-পুলিশ হবে হয়তো। কাছে এসে ব্রেক করতেই মিষ্টি কন্ঠে মেয়েটা বললো।
-লিফট দিবেন ভাইইইয়া?
একেতো মেয়েটার মিষ্টি কন্ঠ, তার উপর অপরুপ সুন্দরী। তার উপর তিন আলিফ টান দেওয়া ভাইইইয়া ডাকটির জন্যে উপক্ষা করতে পারলাম না। মুখে ম্যাজিক টুথপেষ্ট মার্কা হাসি এনে বললাম:-
-কোথায় যাবেন আপ্পু?
মেয়েটাও ক্লোজআপ মার্কা হাসির সাথে তিন আলিফ টান দিয়ে বললো:-ভাইইইয়া, এই তো সামনে যে বাজার টা...
বললাম:-অহ!! আমি তো সেখানেই যাবো। পিছন ঊঠে বসুন।
যখন বাজারের কাছে পৌছতে দু-মিনিটের রাস্তা, তখন পিছন থেকে মেয়েটা বলে উঠলো:- ভাইয়া এখানে গাড়ী আস্তে আস্তে চালান।
ভাবলাম ছিনতাইকারীনি, গাড়ীর স্পীড বাড়িয়ে বললাম:- কেনো?
আমার মৃত্যুর আগে সুন্দরীর উত্তর ছিলো:- গতবছর ঠিক এই যায়গায় আমিও ড্রাইভিং করে কার এক্সিডেন্টে মারা গিয়েছিলাম।...
গল্প:- মেয়েটি সুন্দরী ছিলো।
বিষয়: সাহিত্য
১৩৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন