"কর্পোরেট লাইফ

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:১০:৪১ রাত



"ছ,মাস ধরে বসে বসে খাচ্ছো। আরো খাও। কিন্তু আমার অফিশিয়াল অথবা পারসোনাল লাইফ স্টাইল নিয়া কোনো বাঁজে মন্তব্য করবানা। এ-বিষয়ে কোনো কথা বলার অধীকার তুমি রাখোনা। অন্তত এখন না।

"প্রতিদিন বিকাল ৪-টায় অফিস ছুটি। ইদানীং ইরীনা ফিরে রাত ১০-১১টায়। কখনো মাতাল হয়ে ফিরে। কখনো উন্মাদ। কখনো কখনো ঠিকমতো শরীরের কাপড়ও শরীরে থাকেনা।-ইদানীং ইরীনার চাল-চলনের প্রচুর পরিবর্তনগুলো ভাবিয়ে তুলছে। চটাং চটাং কর্কস শব্দ ছাড়া যেন ওর মুখে ভালো কোনো শব্দ নেই। মারাত্ত্বকভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা ইরীনার কাছে এখন বিশাল একটা শিল্প।

"সকালে কী সব বলে গেলো ইরীনা?। কীহ... আমি অধিকার রাখিনা। নিজের স্ত্রীর বেপরোয়া চলাফেরা সম্পর্কে জিজ্ঞাসার কোনো অধিকার স্বামীর নাই?।আমি তো শুধু ওর স্বামী ছিলাম না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলাম। একমাত্র অবলম্বন....

.

"চলবে...

বিষয়: সাহিত্য

১২২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380560
০৮ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:২৩
হতভাগা লিখেছেন : বউয়ের কামাইয়ের উপর চললে এরকম অবস্থায় পড়তে হবেই ।

বিয়ের পর একজন পুরুষ মানুষ সব কিছুই হারায় , বাকী থাকে আত্মসন্মান। এটা হারানো খুবই দুর্ভাগ্যজনক।
১২ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:০৪
315660
নূর আল আমিন লিখেছেন : একদম ঠিক বলেছেন - নির্মম বাস্তবতা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File