আমরা উভয়ের পোশাক

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৯ জুন, ২০১৬, ০৪:৪৬:১৯ রাত



"এ্যাহ, হইছে :/ বটিটা দ্যাও, রাফাত উঠছে ওরে থামাও, যাও,, ওর কাঁন্দোন থামাও যাও, আমিই রান্ধুম খাইবা আর মজার আঙ্গুল চুষবা!, যাও আগে পোলার কাঁন্দোন থামাও! শিরীনকে রাফাতের কাছে পাঠিয়েই বটি নিয়ে সব্জি কুটা শুরু করলাম, উল্টাপাল্টা সব্জি কাঁটতে যেয়ে মাশ আল্লাহ আঙ্গুলও কেটে ফেললাম!/ তবুও ব্যাথা চেপে সবজি কাটছিই। বউকে দেখিয়ে দেবো আমিই পারি,

"মনটাও বললো। তুইই পারবি পাগলা, মহাপুরুষরা পারেনা এমন কোনো কাজ নাই!!, এইটাতো সাধারণ সব্জিকুটা/রান্না! চালাইয়া যা তুই পারবিইইই

"হইছে!!, হইছে!! যান শুইয়া থাহেন,, এমন কচ্ছপ গতিতে তরকারী কুটলে, এখনের তরকারী দিয়া পরদিন ইফতার করা যাইবো! সেহরী না! আঙ্গুল ব্যাথা চেপে গেলেও কোনো মহা-পুরুষেরই জন্ম হয়নি, যিনি পেয়াজ কাটতে যেয়ে চোঁখের অশ্রু ফেলেনি। হ্যা আমার ক্ষেত্রেও এর কোনো ব্যাতিক্রম হয়নি!! চোঁখের ফেলেছি তো কি হয়েছে!? মহাপুরুষরা কভু হারেনা! বউয়ের কথা শুনে শুইলে হবেনা চুলায় অগ্নি সংযোগ করিতে হইবে!! হে মহাপ্রুষ দেখাও রাইন্ধা, মুঁহাঁহাঁহাঁহা Big Grin

"উফস!! শুনী? আপনেরে কে কইছে চুলায় আগুন ধরাইতে? ধোয়ায় কাশতে ভাল্লাগে? ইস্স সাড়া দুনিয়া অন্ধাইইর কইরালাইছেন!! আয়নায় যাইয়া চক্ষু দুইটা দ্যাখেন কেমন লাল হইয়া গেছে!- বাচ্চার সামলানো ফেইল! সব্জি কাটা ফেইল! উফ! চুলায় আগুন দিতেও ফেইল! উহ্য ন্যো! বউ যাই বলুক, রান্নায় ফেইল করা যাবেনা!! কবি বলিয়াছেনঃ

.

"রান্নার কাছে কভূ নত নাহি শির, লড়ে যায় মহা পুরুষ, খেয়ে লাচ্ছি ক্ষীর!/

.

"-দাড়াও বিবি, দেখো আমার রান্না, শিখো নাও রান্না কত প্রকার, কি, কি, এটা বলেই কড়াইয়ে মাছে ভাজা শুরু করছি, উম্মা!! মুঁহাঁহাহুঁহাঁহহাঁ শব্দে শিরীন হাসিতে ফেটে পড়তেছে!!/

উফ!!--হাসতেছো ক্যান? ক্যামনে মাছ ভাজতে হয় শিখো! হাসি থামাও চুঁপ!! হু শিখলাম তো?! তেল ছাড়াও মাছ ভাজা যায়? বাহ!! খুব সুন্দর হইতাছে! শিরীনকে শিখাতে যেয়ে উল্টা নিজেই ভোদাই হয়ে গেলাম!!। কড়াইয়ে তেলই দেইনি! অতঃপর মহাপুরুষ এখানেও ফেল হবার কথা ছিলো, কিন্তু মহা-পুরুষরা কখনো ফেইল করেন!

"-রান্না করতে যে উপকরণ যতটুকু লাগে সবই শিরীন দিয়েছে। রান্না-টা করেছি আমি। মহাপুরুষরা কখনো ফেল করেনা। আমিও ফেল করিনি। ঘরে কিছু পারি আর না পারি, বউয়ের কাজে তো সাহায্য করতে পারলাম।এটাই কম কিসে?

.

মোরালঃ১-প্রিয় রাসুল (সাঃ) ঘরে স্ত্রীদের কাজে সাহায্য করতেন :-)

মোরালঃ২- নারীর কাজ নারীর জন্য সহজ,পুরুষের কাজ পুরুষের জন্য!

বিষয়: সাহিত্য

১৩৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372444
১৯ জুন ২০১৬ সকাল ০৭:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : পড়তে যেয়ে খুব হাসি পাচ্ছিল।
লেখার মাঝে একটা বাজে শব্দের ব্যবহার হয়েছে, সরিয়ে নেবেন আশা করি।
আপনি লেখার মাধ্যমে যে দুইটা মোরাল দেখিয়েছেন, এর বিস্তারিত আমার ধারাবাহিক 'মুসলিম পরিবারের জন্য ৪০টি পরামর্শ' লেখাটিতে আছে। পারলে দেইখা নিয়েন।
372461
১৯ জুন ২০১৬ সকাল ১০:৪৬
দ্য স্লেভ লিখেছেন : নারীর কাজ নারীর জন্য সহজ,পুরুষের কাজ পুরুষের জন্য!
372468
১৯ জুন ২০১৬ সকাল ১১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে একটা আয়োজন চলছে, আমনে জানেননি? বিস্তারিত জানতে আমার বাড়ি আইসেন
372476
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৫৭
আফরা লিখেছেন : কোন কাজই কারো জন্য সহজ নয় কারন কাজ করতে সবারই কষ্ট হয় । আবার কোন কাজই কারো জন্য কঠিন নয় সেটা নির্ভর করে চর্চার উপর ।

372510
১৯ জুন ২০১৬ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরেক পুটির মা!!!
কিন্তু ভাই ছেলেরা রানলে মেয়েরা খালি দোষ ধরে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File