তুই ছিলি চুপচাপ নিশ্চুপ, আমি ছিলাম বকবক
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৭ জুন, ২০১৬, ১২:৪৮:০৯ রাত
"মনে আছে? তুই ছিলি চুপচাপ, নিশ্চুপ নিশুতির মতো। আর আমি ছিলাম বক,বক? তুই হেসেছিলি আমার হাতে কয়েক গুচ্ছ কদম ফুল দেখে, বলেছিলি আমি বোকা"ই, রয়ে গেছি! কদম?, কোনো ফুল হলো? সেই তুইই, একদিন কদম ফুল বেণী'তে বেধেছিলি?? তাকিয়ে থেকে আমি শুধু মৃদু হেসেঁছিলাম।!
.
"কৃষ্ণচূড়ার কথা তোর মনে আছে? এক বৃষ্টিস্নাত সকালে একগুচ্ছ রক্তবর্ণ কৃষ্ণচূড়া এনেছিলাম? মনে আছে? খুব ভয় হচ্ছিলো তোকে দেবো, কি দেবোনা? আমি দেওয়ার আগেই তুই কেড়ে নিয়েছিলি! আমিও প্রচণ্ড খুশী হয়েছিলাম।
.
"তোর মনে আছে? তখনও তুই ছিলি চুপচাপ নিশ্চুপ!! হ্যা আমি ছিলাম বকবক!!
.
"বৃষ্টিস্নাত সকাল ভালোলাগা, ভালোলাগা কৃষ্ণচূড়া, আর, কদমফুল! তার সাথে ভালো-লাগার প্রিয় মানুষ তুই! শুধুই দু-জনের না বলা অপ্রকাশিত ভালোলাগা! শুধুই ইশারা!!
.
"সবার কৈশোরের বয়ঃসন্ধীতে বোধহয় এমন কিছুই হয়!!/
.
"উ... হ্যা, আজ পহেলা আষাঢ় চলে গেছে, বৃষ্টি হচ্ছে। সেহেরী খেয়ে কদম ফুল কুড়াবো, ফুলের কলি ছিড়ে আজ খুব পৈশাচিক আনন্দ পাই!! :-)
.
"কারণ? আজ আমি নিশ্চুপ চুপচাপ!! তুই আজ বহুদুরে বকবক :-)
.
হু, ভালো থাক আষাঢ়, ভালো থাকুক কৃষ্ণচূড়া, কদম, আর অনেক অনেক ভালো থাক তুই :-) (Y) <3
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন