কারো বাপের মৃত্যুর বিচার যদি ৪০বছর পর হতে পারে।এই জাতীর সুৰ্য্য সন্তানদের, নৃশংস্য খুনীদের বিচারও একদিন হবে ইনশা-আল্লাহ
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০২:০০ দুপুর
পাকিস্তান যেনো ভারত সীমান্তে একটা গুলীও না চালায়, ভারতের স্বাধীনতা দিবসে মোদী পাকিস্তানকে
সাবধান- করে দিয়েছিলো। bit.ly/1Q17kVE,। মোদীর ভয়ে ২৪ ঘন্টা না যেতেই পরদিন সকালে প্ৰধান খবর পাকিস্তান রেঞ্জাৰ্সের গুলী,
পাঁচজন বিএসএফ নিহত। bit.ly/1TGpO1E । ভারত এক উইকেট ফালাইলে পাকিস্তান পাঁচটা ফালায়,
,
ছোট্ট-দেশ নেপাল, তাও হিন্দুস্থানীদের জাত ভাই। নেপালের অভন্তরীণ বিষয়ে পচাঁনাক গলানোর কারণে নেপালে ইণ্ডিয়ান টিভি চ্যানেল বন্ধ করে দেয় নেপাল। bit.ly/24pHZwe । দেশের স্বার্থে জাতভাই গোণার টাইম নাই।। চীন নেপালের পাশে দাড়িয়েছে
.
চীনও সুপার!!? পাওয়ার!!? ভারতের প্ৰতিবেশী দেশ, চীনও ভারতরে বাণ্ডিলে রাখেনা :/
.
"শুধু পাকিস্তান, নেপাল, চীন, না,অন্যান্য প্ৰতিবেশী রাষ্ট্ৰর সাথেও ইণ্ডিয়া, টু-শব্দ পৰ্যন্ত করতে পারেনা। শুধু পারে এই বঙ্গদেশীদের সীমান্তে প্যাঁদানী দিয়া,গুলী কইরা মারতে।কিন্তু একটা সময় বাংলাদেশ সীমান্তের কাছে আসতেও ভয় পেত ন্যাংটি ইন্দুর বিএসএএফ!
.
কিন্তু বিগত পাঁচ বছরে প্ৰতিবেশী সীমান্তে সর্বোচ্চ বাংলাদেশী হত্যা করেছে ভারত। bit.ly/24pHZwe ।
.
.পারবেই না কেনো। আগে সীমান্তে, ছিলো বিডিআর এখন বিজিবি।আগে ৫০টা বিএসএফ-এর বিপরীতে বাংলাদেশী ৫টা বিডিআরই যথেষ্ঠ ছিলো, আর এখন খবর দেখিঃ- বিজিবিকে প্রশিক্ষণ দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ--সন্ত্ৰাসী যোসেফের ভাই, মেজর জেঃ আঃ আজিজঃ bit.ly/1T7y8rw
.
.
এটাই চেয়েছিলো ভারত। এবং নীলনকশা করে বাঘ-কে বিড়াল বানানো সফল হয়েছে। বিডআরের জন্য রৌমারী সীমান্ত দখল নিতে পারেনি বিএসএফ, গ্ৰামবাসী আর বিডআর মিলে উচিত শিক্ষা দিয়েছিলো ওদেরকে
.
.
সে থেকেই লক্ষ্য ছিলো। যেভাবেই হোক। বিডিআর বাহিনীকে ধ্বংস করতেই হবে। বিডিআরের ধ্বংসের গাদ্দার মইন ইউর, বিকল্প কেউ নাই। আর মৃনালীনী তো আছেই। যেই ভাবা সেই কাজ। ক্ষমতা গ্ৰহণের সাথেই সাথেই। পিলখানা ট্ৰ্যাজেডি। ২৫ই-ফেব্ৰুয়ারীর ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলো। ব্লগার/ ফেসবুকার "জাতির নানা" .
পর্ব-১। bit.ly/1WIkvwu ও পর্ব- ২। bit.ly/1T6mvB8
.
যদিও এটা ওপেন সিক্ৰেট তবুও সবার জানা উচিত "বিশ্ব কাপানো নথীফাস করা সাইট, উইকলিক্সের আৰ্টিকেল bit.ly/1XM8JCo বলতেছে। বিডিআর ধ্বংসের মুলে ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" "Raw" ও মৃনীলীনি।
.
ভয়ঙ্কর সেই ২৫ ফেব্ৰুয়ারী ভিডিয়ার ধ্বংস-জজ্ঞের ভিডিও১। bit.ly/21qeKHa
."র" Raw" সরাসরি সহযোগীতায় বিডিআর ধ্বংসজজ্ঞের প্ৰমাণ
ভিডিও-২ bit.ly/1STkDLH
.
"জয় বাংলা শ্লোগান" দিয়ে বিডিআরদের খুন করে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিলো খুনীরা! ভিডিও bit.ly/1XO08PM লিঙ্ক। আচ্ছা জয় বাংলা, কোন দলের জাতীয় শ্লোগান যেনো......?
.
"অতঃপর বিডিআর ধ্বংস হইয়া,জন্ম নিলো বিজিবি, ইণ্ডিয়ান বিএসএফ সীমান্তে বাঙ্গালী খুন করে। বিজিবি করে লোকালয়ে/শহরে/
.
.।
.
কয়েকদিন আগে বিএসএফ-এর বাংলাপ্ৰদেশ শাখার প্ৰধান। জেল থেকে সদ্যমুক্তি প্ৰাপ্ত, সন্ত্ৰাসী যোসেফের ভাই, মেজর আব্দুল আজিজ বলেছেনঃ বাংলাদেশ সীমান্তে হত্যার জন্য বাংলাদেশীরাই দ্বায়ী bbc.in/21h02pp
.
ব্যাস.... ভারত সফল!!? গাদ্দার মইন ইউ বিদেশের মাটিতে আজ ক্যান্সারে ধুকে, ধুকে, আস্তে, আস্তে, লাঞ্চিত মৃত্যুর দিকে এগুচ্ছে । ইতিহাস সাক্ষী গাঁদ্দারদের স্বাভাবিক মৃত্যু হয়না।
.
দীৰ্ঘ ৯মাস যুদ্ধে সামরিক অফিসার নিহত হয়েছিলো মাত্ৰ ৫১ জন, পিল-খানায় ১-রাতেই ৫৭জন অফিসার সহ ৭৪ জন.....? ভুলিনাই!!!
.
কারো কম্বলচোর বাপের মৃত্যুর বিচার যদি ৪০বছর পর হতে পারে।এই জাতীর সুৰ্য্য সন্তানদের, নৃশংস্য খুনীদের বিচারও একদিন হবে ইনশা-আল্লাহ
.
We never forget #25-Fubruary, we never forget OurNational heroes (BDR)
মহান আল্লাহ। ২৫-২৬ ফেব্ৰুয়ারীর শহীদদের জান্নাতুল ফেরদৌস নসিব করুক-আমিন
বিষয়: রাজনীতি
১২৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখাটা কেমন খাপছাড়া খাপছাড়া লাগছে, এডিট করে নেবেন।
মন্তব্য করতে লগইন করুন