ভাগ্যিস!! সময় মতো বিয়েটা করেছিলাম।
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৬ নভেম্বর, ২০১৫, ০২:০৪:১৩ দুপুর
"-অনেক শখ ছিলো
এণ্ড্ৰয়েড মোবাইল
কিনবো, সেটা কেনা
হয়নি। হয়নি বলতে
আমিই কিনিনি।
মোবাইলের চেয়ে
আমার সোনা বউয়ের
নাকের সৌন্দর্যটাই
আমার কাছে অনেক
কিছু।! জাভা ১১০
দিয়ে ৪ বছর চলেছি
প্ৰয়োজনে আরো ৬
বছর চালিয়ে নেবো!
.
"আমিতো জানি ওর
শরীর এখন ভালো না।
কিন্তু সব সময়
এমনভাব দেখায় যেনো
আগের মতই সুস্থ্য!
প্ৰেগনেন্ট মেয়ে আর
কত্ত ভালো থাকে?
তবুও সেই আগের
মতোই হাতমুখ ধোয়ার
পানি, এখন গরম করে
রাখে।কত্তবার বলছি
আমি না থাকলেও খেয়ে
নিও, সেই আগের
মতোই খাবার নিয়ে
অপেক্ষা করে!
.
"শত কষ্টের মাঝেও
ওর মুখ মলিন দেখিনি।
মুখে হাঁসি সবসময়।
মুখফোটে কিছু চায়না,
যদি আনতে আমার
কষ্ট হয়, আমি তো
বুঝি ওর চোখ কি বলে
.
"শিরীন পানি
ডালতেছে। হাতমুখ
ধোয়ে রুমে গিয়ে পুরাই
স্তব্দ হয়ে গেলাম।
পাশের বাসার আন্টি!
যিনি ভুলেও আমাদের
বাসার সীমানাতেই
আসতোনা বলতো
ছিঃ ছিঃ নূরে এত্ত
পিচ্চি পোলায় এত্ত
অল্প বয়সে বিয়া
করছে। ছিঃ! ছি!
কিন্তু আজ ঊনিই
কেদে বললো উনার
ছেলে স্বামী
পরিত্যাক্ত দু বাচ্চার
মাকে বিয়ে করে
বাড়িতে তুলেছে।
বললাম আপনার ছেলে
কি বিয়ের কথা
বলেছিলো? জবাব
দিলো হ্যা। ওর বয়স ২৫
তাই বিয়ে করাইনি,
এখন বুঝেছি আমাদের
সিদ্ধান্ত ভুল ছিলো!
বললাম-জ্বী অনেক
বড় ভুল করেছেন,
আপনার ছেলে
সামর্থবান হওয়ার
পরেও বিয়ে করাননি,
খালাম্মা বয়সের দিয়া
কেউ প্ৰাপ্ত বয়স্ক
হয়না। মুহাঃ বিনঃ
কাসিম ১৭ বয়সে বিয়ে
করেছিলো। সিন্ধু
বিজয় করে শাসন
করেছিলো!! মহাত্বাগান্ধী তো মাত্ৰ ১৩ বছর বয়সে বিয়ে করেছিলো। এখন যা হওয়ার গেছে। বিয়েটা মেনে নিন!!
.
"আন্টিকে বিদায় করে
পকেট থেকে নাকফুলটা
বের করে শিরীনের
নাকে পরিয়ে দিতেই
লোডশেডিং তবে
ভালোই হয়েছে।
মোমাবাতির আলোয়
সোনা বউয়ের নাক
ফুলটা দেখে সৌন্দর্য
উপভোগ করাটা মন্দ
হয়নি। ভাগ্যিস সময় মতো
বিয়ে করেছিলাম
বিষয়: সাহিত্য
১০৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামাই না থাকা সত্বেও সত ও কর্মঠ জামাই/স্বামী অপছন্দ করেননা- এমন শ্বশুর/শাশুড়ী/বৌ খুঁজে নিন, অর্থসংকট কেটে যাবে ইনশাআল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন