ক্ষণিকের সেই অপরিচিতা
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৪ অক্টোবর, ২০১৫, ১২:৫৭:৪২ রাত
“১১/১০/ ২০১৫,/
ক্ষণিকের যাত্ৰা,
মিরপুর ১ আলিফ বাস
কাউন্টার টু রামপূরা
ব্ৰীজ!!
.
“কাঁনে ইয়ারফোন
লাগিয়ে গান শুনছি,
আর নগরীর ব্যাস্ততা
দেখছি, উড়ন্ত ধুলা
থেকে চোঁখ বাঁচাতে
সানগ্লাসটাও পড়ে
নিলাম/ পরের
কাউন্টারে নীল
থ্ৰী-পিস পরা একটি
মেয়ে আমার পাশে
বসলো! মেয়েদের
এড়িয়ে চলা সু-অভ্যাস
না, কু-অভ্যাস সে
জানিনা, তবে
ল্যাংটাকাল থেকে
অভ্যাসটা আমার
মাঝে বিদ্ধমান/ “আমি
যে রাস্তা দিয়ে যাই,
সে রাস্তা দিয়ে যদি
কোনো হয় আকাশের
দিকে চেয়ে হাটি
কিংবা মাটির দিকে
চেয়ে,/ ঠিক
তেমনিভাবে জানালার
দিকে চেয়ে ব্যাস্ত
নগরী দেখছিলাম,
হটাত্ লক্ষ্য করলাম
মেয়েটা আমার দিকে
চেয়ে আছে!!
.
“জ্যামে বাস দাড়িয়ে
আছে, লক্ষ্য করলাম
ব্যাগ থেকে ইয়ারফোন
বের করে কানে
লাগাচ্ছে, ইয়ারফোনটা
আমারটার মতোই সাদা,
আমিও নীল চেক
শার্ট পড়েছি মেয়েটিও
নীল থ্ৰী-পিস, তার
ফোনও কালো আমার
ফোনও কালো, আমার
চশমা কালো, শুধু তার
চশমাটা সাদা ছিলো!!
.
পানির তৃষ্ণা
ছিলো,কিন্তু আমাদের
ব্যাগে তো পানি নাই,
মনে মনে ভাবছিলাম
সামনে ফেরিওয়ালা
পেলে পানি কিনে
নেবো, এইকথা
ভাবতেই দেখি ব্যাগ
থেকে বোতল বের করে
কয়েক ঢোক খেয়ে
মেয়েটি আমাকে
বললো খাবেন?? আমিও
না করিনি!!//
.
“আমি শালার এমন
অকৃতঙ্গ মেয়েটির
পানি খেয়ে একটা সেই
অপরিচিতাকে সামান্য
একটা Thanks দিতেও
ভুলে গেছিলাম
অবশেষে
ক্ষনিকে যাত্ৰা শেষে,
আমরা নেমে পড়লাম
রামপূরা ব্ৰীজে,
হয়তো অপরিচিতাও
নেমেছিলো তার সামনে
তার নির্দিষ্ট গন্তব্যস্থানে//
.
“জানিনা আজ দুইদিন
যাবত কেনো জানি মনে
পড়তেছে ক্ষণিকের
সেই অপরিচিতা সুন্দরী
সহযাত্ৰীকে/ কিন্তু আমি তো এমন ছিলাম না! তবে এমন হচ্ছে কেনো? তা জানিনা?
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন