নাস্তিক'কে ইমাম মানা জায়েজ আছে কি??

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৫:৩৫ রাত

"ছয় বন্ধুর মধ্যে দু'জন

ধরেছে মেয়েটার হাতে,

অন্য দু'জন ধরেছে

মেয়েটির পা'য়ে,

এভাবেই পালাক্ৰমে

পাঁচ বন্ধু মিলে

মেয়েটাকে মনের

খায়েস মিটিয়ে ধর্ষণ

করলো। কিন্তু ছয়

নম্বর বন্ধুটা স্পর্শও

করেনি। দাড়িয়ে,

দাড়িয়ে, শুধু সাপোর্ট

দিচ্ছিলো, তোরা

করতে

থাক। দু দিন পর দেখা

গেলো ৬ জনের নামে

ধর্ষণ মামলা//

. .

"ধর্ষণ করেছে পাঁচ

জন। কিন্তু মামলা ছয়

জনের নামে, হবে

কেনো? কারণ ৬ষ্ট জন

ধর্ষণে বাধা দেওয়া তো

দুরে থাক,,,,, ধর্ষণে

আরো উত্সাহ

যুগিয়েছে, ধর্ষণের

উত্সাহ দাঁতাও ধর্ষক

এটাই নীরেট বাস্তব!

.

ইয়ে মানে জানতে

চাচ্ছিলাম, মুসলামান

হয়ে মুসলিম

সম্প্ৰদায়ের ধর্মীয়

গ্ৰন্থমতে,

নাস্তিক,কে ইমাম

মেনে, নামাজ পড়া

জায়েজ আছে কি?

আছে কি এমন কোনো

হাদিস??

.

"জ্বী অসাম্প্ৰদায়ীক

ধর্মীয় পোপ, শ্ৰী

ফরিদ গোমেজের কথাই

বলছিলাম। কট্টর

মুসলিম বিদ্ধেষী।

শ্ৰী ফরিদ কিভাবে

হাজার, হাজার,

সাম্প্ৰদায়ীক

মুসলমানের ইমামতি

করে বুঝিনা

.

এই তো সেই ফরিদ। যে

কিনা। আমাদের রাসুল

সাঃ এর উত্তম

চরিত্ৰকে ব্যাঙ্গ

করে চটি লেখকদের

সাপোর্ট দিয়ে, হাজার

হাজার আলেমের

রক্তের সাথে

বেইমানী করেছিলো!

.

"যার মনে ইমানের

ছিটেফোটাও নাই, সে

ইমাম হয় কি করে?

.

বাঈ দ্যা ওয়েঃ ৬ নম্বর

বন্ধুটা যদি ধর্ষণে

সাপোর্ট দিয়ে

ধর্ষণকারী হয়,

নাস্তিক পোপ,

শ্ৰী ফরিদ গোমেজ

কেনো নাস্তিক নয়?

.

"যদি লম্বা জোব্বা

উইথ লম্বা

দাড়ি,থাকলেই

মুসলমান হওয়া যাইতো,

এশিয়া মহাদেশে ৪০ট,

রবি ঠাকুরের চেয়ে বড়

কোনো উদাহরণ আর

দেখিনা

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343243
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৯
সুমন আহমেদ লিখেছেন : নাস্তিক ফরিদউদ্দিন মাসুদ একজন ভন্ড মুনাফেক জালেম
343290
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : সরকার তাকে নির্ধারণ করেছে হটাবে কে? সুঞ্জীত বাবুকেও তারা খাড়া করতে পারে৷ আর সাধারণ মানুষ ঐ হুজুরের বিষয়ে জানেনা তাই সাথে বড় জামাতের লোভে যায়৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File