আমিই আবুল মাল
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২৪:৪৯ দুপুর
আমি। কখনোই মজনুর
মতো। লাইলী লাইলী
জপে জপে, পাগল হইনি।
লোকে এম্নিতেই পাগল
বলে ডাকে। কিন্তু আমি
চাইনি পাগল হতে।
।.
.আমি। জীবনান্দ
দাশের মতো। হাজার
বছর হাটিয়া।
লম্বাকেশী চুলের
নেশায়, নাবিকের মতো
দিশা হারিয়ে। দুদণ্ড
সুখের আশায় আমি কভু
বলিনি। বনলতা সেনকে চাই।।
.
নাহ, নাহ, নাহ, আমি।
উইলিয়াম সেক্সপিয়রের
নাটকের। বিখ্যাত
চরিত্ৰ। রোমিও হয়ে।
জুলিয়েটকে চুম্বন
করতে চাইনি কভু।
.
আমি। ইরানী লোককথার অমর প্ৰেমিক। ফরহাদ হয়ে। পাহাড় কাটার চিন্তাও করিনা। শিরীনকে তো কখনোই চাইনি।
.
"আমি জমিদার। আমি
মাল (মদ) খাই। টাল
হই। আমি কি। শরত্
চঁন্দ্ৰের। দেবদাসের
মতো মাতাল হয়ে কভু
বলেছি? পার্বতী, চাই,
পার্বতী চাই?
.
আমি। কবি নজরুলের
মতো।কুমিল্লার ধর্ম
সাগরে বসে, বসে। নার্গিসের মতো। কাউকে প্ৰেমিকা বানিয়ে
কখনো লিখতেও
চাইনি কোনো কাব্য।।
.
আমি। হুমায়ুন
আহমেদের। হিমুর
মতো। বিড়ির পাছা
ফুকে। হলুদ পাঞ্জাবি
পড়ে খালি পায়ে
রাস্তায় হাটিনি। রুপার
কাছে কভু চিঠিও
লিখিনি।আমি মাতাল
হতে পারি। হিমুর মতো।
পাগল নয়, তাই ভুলেও
চাঁদের আলো খেতে
চাইনি।।
.
লোকে যত করুক ঘেন্না। তবো আমি হতে
চেয়েছি,। লর্ড ক্লায়েভ, লর্ড কার্জন, চেঙ্গিস,
ইয়াহিয়া, আর জিন্নাহ। তাই তো কবেই
হয়েছি ভাইসরয়।।
.
শুধু বার, বার,
ইংরেজের পা,চাটা
দালাল।রবিন্দ্ৰনাথ
ঠাকুরের মতো
বলেছি।।
.
ভ্যাট দাও। মোরে ভ্যাট
দাও। ভ্যাট চাইলে
কেনো দাঁত খিচিয়ে
ভ্যাটকাও। ভ্যাট
না দিলে গুলী খাও।
তবুও মোর ভ্যাট দাও।
মোরে ভ্যাট দাও।
.
আমি নয়। কোনো কবির কোনো কাব্যের মহাকাল। আমিই রাবিশ, আমিই বোগাস, আমিই আবুল মাল।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন