জাফর ইকবালদের বয়কট করুন।
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৭:২৭ রাত
"পিচ্চি মেয়ে মাইশা।
মাত্ৰ বয়স আড়াই
বছর। কিন্তু মাশ
আল্লাহ। ওর জানার
আগ্ৰহ প্ৰবল। কিছু
একটা দেখলেই।
অসপষ্টভা বে প্ৰশ্ন
করা শুরু করে। আব্বু
ঈদা তিতা? (আব্বু এটা
কি) একটা প্ৰশ্ন
কমপক্ষে ১০ বার
করে। আমিও বিরক্ত
হইনা। বই জাতীয়
কিছু পেলে তো আর
কথাই নেই। সব
প্ৰশ্নের ঠিক, ঠিক
ভাবেই দেই। এখনই যে
শেখার বয়স "
:
"কিন্তু আমার
ভাতিজী। মাঈশার
ভবিষ্যত শিক্ষা
জীবন নিয়ে। আমি
বড়ই চিন্তিত। শুধু
আমি না। সব পিতাই
মেয়ে নিয়ে চিন্তিত
থাকে। তার সাথে এখন
যোগ হয়েছে
মীরজাফরী চিন্তা।
কারণ এখন শিক্ষা
কেন্দ্ৰগুলো।
মীরজাফর ইকবালরা
পরিচালনা করে
:
সেই জাফর ইকবাল।
যে জাফর ইকবাল
নিজের স্ত্ৰীর
নিরাপত্তা দিতে
ব্যার্থ, শুধু ব্যার্থ
নয়। যে নষ্ট প্ৰজন্ম
তার স্ত্ৰীকে
লাঞ্চিত করেছে।
উনার দৃষ্টিতে তাদের
শাস্তি দেয়া অন্যায়।
.
জাফর ইকবালের মতো
কুলাঙ্গার শিক্ষকদের
লাজ লজ্জা, ইজ্জত
না থাকতে পারে।
মানুষের তো আছে।
.
"আজ মাঈশা আমার
কাছে শিখতেছে।,কাল
শিক্ষাকেন্দ্ৰে যাবে।
আস্তে আস্তে
শিশুকাল পেড়িয়ে
কৈশোরে পদার্পন
করবে। জাফর
ইকবালদের ছত্ৰ
ছায়ায়। নষ্ট
প্ৰজন্মরাও বাড়তে
থাকবে। তখন
শিক্ষাকেন্দ্ৰে
মাঈশাদের নিরাপত্তা
কে দিবে??
.
"শিক্ষিত সচেতন
সমাজে উচিত।
মাঈশাদের উজ্জল
ভবিষ্যত শিক্ষা
জীবনের জন্য। জাফর
ইকবালদের বয়কট
করা।।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা শুধু মুখেই বক বক করতে ওস্তাদ , কাজের বেলায় তারা পল্টি খায় ।
মন্তব্য করতে লগইন করুন