রম্য গল্প- জাফর স্যারের সাক্ষাত্‍কার :-)

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩১ আগস্ট, ২০১৫, ০৯:১২:২৮ রাত

জাফর ইকবাল স্যার

সোফায় বসে, গোফে

তৈল দিচ্ছিলো।

স্যারের স্ত্ৰী,

ইয়াসমীন হক।

স্যারের সদ্য, কপি

পেষ্টিং লেখা সাইন্স

ফিকশন, "চাঁদনী রাতে

বদনা হাতে" নামের

বইটা পড়ছিলো। হঠাত্

দরজায় ঠক, ঠক, ঠক,

আওয়াজ শুনে স্যার

তৈল রেখে এক দৌড়ে

টয়লেটে.. .

:

ইয়াসমীন হক, খাটের

নিচে লুকিয়ে। কাজের

মেয়েকে বললো দেখতো

কে এসেছে। কাজের

মেয়ে বললো কেডা

আফনেরা??

.

-জ্বী আমরা

সাংবাদিক, স্যারের

সাক্ষাত্কার নিতে

এসেছি। এমন কথা শুনে

স্যার রিলাক্স মুডে

বেরিয়ে, সাধা সিধে

হাঁসি দিয়ে বললো।

আপনাদের

সাক্ষাত্কার শুরু

করুন!

.

সাং--আচ্ছা স্যার

ছাত্ৰলীগ নাকি

ইয়াসমীন ম্যাম'কে

পিটিয়েছে? উনি

মাটিতে লুটিযে পরার

পর আপনি দৌড়ে ভিসি

ভবনে গিয়ে প্ৰান

বাঁচিয়েছেন??

.

স্যার--আসলে তা নয়,

শাঃবিঃতে সোনার

ছেলেরা "হৃদয়ে

মুক্তিযুদ্ধ ।নাটকের

প্ৰ্যাক্টিস করছিলো,

৭১ এ বিরাঙ্গনাদের

ভুমিকায় ছিলো

ইয়াসমীন। ওরা যদি

একটু আধটু ডলাডলি

না করে, নাটক হবে??

.

সাং--স্যার আপনি

দৌড়ে ভিসি ভবনে

পালালেন কেনো??

.

স্যার--আপনারা

মুক্তিযুদ্ধের ইতিহাস

জানেন না আমি খাটের

তলা সেক্টরে।

কমান্ডার ছিলাম,

এটাই খাটের তলার

একটা রুল!!

.

সাং--সবই বুঝলাম,

কিন্তু মেঘে ভিজে

অভিনব প্ৰতিবাদ ?

.

স্যার--ধুর! রাখেন

প্ৰতিবাদ ভয়ে জান

যায় যায় অবস্থা

জানেন না? মাছ

ঢাকতে শাক আর

প্যান্টের পশ্ৰাব

ঢাকতে মেঘ!

.

সাং--থ্যাংকিউ ষ্যাড়

থুক্কু স্যার, এবার

আমরা আসি

.

:

সাংবাদিক চলে গেলে।

স্যার আবার টয়লেটে

গিয়ে ২য় দফা মুত্ৰ

বিসর্জন দিয়ে। একটা

দীর্ঘস্বাস দিয়ে

বললো। শালার

ছাত্ৰলীগ থুক্কু

সাংবাদিক আসার আর

সময় পায়না!

:

রম্য গল্প- জাফর

স্যারের সাক্ষাত্কার

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338910
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৬
338912
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৯
নাবিক লিখেছেন : Cool Happy
338918
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৮
338920
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:০৪
এ,এস,ওসমান লিখেছেন : দারুণ মজা পাইছি Applause Applause Applause Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up Thumbs Up
338921
৩১ আগস্ট ২০১৫ রাত ১০:১০
338928
৩১ আগস্ট ২০১৫ রাত ১১:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দুদিন ধরে ক্লান্ত হয়ে পড়েছি,
যেদিকে তাকাই, যেখানেই যাই-
ঐ এক তামাশা

আর হাসতে পারছিনা

লোকটাকে আপাততঃ 'খেমা' করা যায়না????
338961
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ঝাকানাকা।
338996
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
339010
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৫
হতভাগা লিখেছেন : আপনারা উনাকে নিয়ে যে মজা করতেই থাকবেন , করতেই থাকবেন .......

এটা বুঝেই উনি বৃষ্টিতে ভিজে কেঁদেছিলেন । গলায় দড়ি পড়তে চেয়েছিলেন ।

ছাত্রলীগের মার তো উনাদের কাছে আরাধ্যের বস্তু !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File