অনাকাংখিত দীর্ঘস্বাস
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩০ মে, ২০১৫, ০২:৩৩:১৭ দুপুর
--বাবা রেজাল্ট তো
ভালোই হয়েছে, অযথা
মন খারাপ করে আছিস
কেনো???
--বাবা, রেজাল্ট ভালো
হয়েছে বলেই চিন্তায়
আছি। এ জন মন খারাপ
--বাবা আরিফ, এ-কথা
বলছিস কেনোরে????
-রেজাল্ট খারাপ হলে
হয়তো, দোকানে বসতে
পারতাম, তোমার কষ্ট
কিছুটা হলেও কমত-
রেজাল্ট খারাপ হলে
হয়তো, দোকানে বসতে
পারতাম, তোমার কষ্ট
কিছুটা হলেও কমতো?
--আরিফ, তোকে কি
কোনোদিন বলেছি
আমার একা দোকানে
বসতে কষ্ট হয়???
--ঠিক তা নয় বাবা।
তোমার হয়তো কষ্ট
হয়না। আমার অনেক
কষ্ট হয়। এখন হয়তো
এ-কলেজ থেকে। ও-
কলেজ দৌড়াদৌড়ি
করা লাগবে। যাদের
মামা-চাচার জোর
আছে তারা হয়তো
চান্স পাবে কিন্তু
আমি???
"দোকানের জিনিস-
পত্র ঝাড় দিতে।
দিতে। ছেলে
আরিফের। সাথেই
এতক্ষণ কথা
বলতেছিলো কবির
সাহব। ছেলের শেষ
প্রশ্নের উত্তর-টা
দিতে পারলো না।
"কাঁদো কাঁদো চোখে
একদম অসহায়ের
মতো। ছেলের মুখের
তাকিয়ে আছেন।
কবির সাহেব। যেনো
কথা বলার ভাষাই
হারিয়ে ফেলেছেন:।।
"কবির সাহেব
বলবেনইবা কি করে?
আরিফ যে এক নির্মম
বাস্তবতা তুলে ধরে
কবির সাহেবের
জবানে। অদৃশ্য এক
তালা লাগিয়ে
দিয়েছে।।
-"কবির সাহেব এক
পলক, চোখ বুলিয়ে
নিলেন বর্তমান
পরিস্তিতির উপর!!
-"পড়ালেখা না করেও
এখন অনেক ছাত্র-
ছাত্রী গোল্ডেন +
পায়। অনেক ছাত্র
যোগত্যা না থাকলেও
বড় বড় ভার্সিটিতে
চান্স পায় অনায়াসে।
যোগ্যতা থাকুক বা না
থাকুক বিশেষ দলের
লোগো থাকলে চাকরি
ফরজ!!
-"অন্যদিকে দিনরাত
কষ্ট করে পড়েও
অনেক ছাত্র-ছাত্রী
এ+ পায়না। যোগত্যা
থাকার পরও এ-কলেজ
থেকে। ও-কলেজ ঘুরে
পা'য়ের জুতা ক্ষয়
করেও চান্স পায়না!!!
"-আর চাকরি সে তো।
বিশেষ দলের
সাইনবোর্ড না থাকলে
স্বপ্ন দেখাও-ও
বোকামী!!
ক্যাশ থেকে মুজিব
মার্কা একটা ১০০০
টাকার নোট বের করে।
দীর্ঘস্বাস ছেড়ে
কবির সাহেব
বলললো!!!
বাবা আরিফ এই নে! ৫
কেজি মিষ্টি নিয়ে
বাড়ি যা, আমি
আসছি!!!
বিষয়: সাহিত্য
৮৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন