অতঃপর একটা অ-ফুটন্ত আদম পশুর বাচ্চা
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২২ মে, ২০১৫, ০১:২১:৪৮ রাত
--এ্যাই যে একটু
দাড়ান। জ্বী
আপনাদের দু জনকেই
বলছি!!!
.
--তুমি আবার কে???
--চিনতে কষ্ট
হচ্ছে??? আমি আদম
পশুর অ-ফুটন্ত বাচ্চা!!
.
--কোথায় থেকে
আসলা?? কি চাও
আমাদের কাছে??
.
--প্রথমে ছিলাম
আপনার পাশে দাড়ানো
পুরুষটার পৃষ্ঠদেশে
শুক্রানু নামে। যখন
আপনার জরায়ূতে
আসলাম নাম হয়
ডিম্বানু!! আস্তে
আস্তে বড় হই। আমার
নামও হয় ভ্রুণ।।
.
--ধুর! এসব কি
বলছো?? তোমার কথা
শুনতে বেশ অসস্থি
লাগছে পথ ছাড়ো!
.
--তখন তো খুবই সস্থি
লাগছিলো? যখন
অন্ধকার রুমে। সাপের
মতো ল্যাপ্টে
কামকলায় মত্ত
ছিলেন??
.
--ল্যাপ্টে ছিলাম
ভালো কথা। এখন
হয়েছে কি? কেনই বা
আমাদের
আটকাচ্ছো???
.
--এসব কি বলছেন??
আপনাদের আটকানোর
সাধ্য কি আমার
আছে? তবে আটকাতে
পারতাম আপনারা যদি
আদম পশু না হয়ে।
মানুষ হতেন। আমি তো
এখন ডাষ্টবিনে ফেলা
নোংরা ময়লা!!
.
--কি বলছো আদম পশু?
আর মানুষ??
.
--হ্যা হাত পা থাকলে
আদম পশু হওয়া যায়।
মনুষত্ব ছাড়া মানুষ
হওয়া যায়না??
.
আমারও ইচ্ছা ছিলো
ভ্রুন থেকে মানুষ নামে
দুনিয়া দেখবো। কিন্তু
আমি ডাষ্টবিনে
কেন??
.
--এত্ত প্যাঁচাল
করোনা। কি চাও বলো?
না হলে আমাদের যেতে
দাও!!!
.
--বেশী কিছু না।
আপনারা কি পারবেন
একফোটা বীর্য্য
তৈরী করতে পারবে???
.
--ইয়ে মানে বীর্য্য
ইয়ে। আমরা আজ
আসি অন্য দিন কথা
হবে!!
.
--এ্যাই! এ্যাই!
পালাচ্ছেন কেনো?
নাকি আবারো বীর্য্য
অপচয় করে ভ্রুণ
হত্যার প্রস্তুতি
নিচ্ছেন??
.
আপনারা আবারো কি
এভরেশন করে।
ডাষ্টবিনে ফেলবেন
ফেলবেন আমার মতো
আদম পশুর অ-ফুটন্ত
বাচ্চা???
.
এ্যাই!! এ্যাই!! বলে যান
বিষয়: সাহিত্য
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন