এসো বদলে যাই
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২০ মে, ২০১৫, ০১:২০:০৭ রাত
-ইচিকাওয়া দেখো নদী-
টা, বদলে গেছে। বদলে
গেছে এখানকার
চাঁরিদিকের
পরিবেশটাও,
-হুম সব কিচুই তো
বডলায়, আমিও বডলে
গ্যাচি, ঠোমাকে প্যায়ে
আমার জীবনঠাই
বডলে গ্যাচে, চিলাম
,ইচিকাওয়া, হয়ে
গেলাম ,ইশমিতাঁরা,!
"শীতলক্ষ্যার পাড়ে
এসে অতীত গুলোকে
মনে করে অনেক
আবেগী হয়ে মধূর
অতীতগুলো স্বরণ
করছে।ফয়সাল ও
ইচিকাওয়ার জীবনের
গল্পটা। নাঃগঞ্জ,
ইপিঃ জেডঃ এর। এক
বিশাল কোম্পানীর
স্টোর থেকে শুরু। সেই
থেকে চলছে দু জনার
পথচলা।।
জাপানী, ইচিকাওয়া
ছিলো বিশাল
কোম্পানীর স্টোর,
ম্যানেজার ফয়সাল
ছিলো, ইচিকাওয়ার
এসিস্ট্যান্স। পাশা
পাশি চেয়ারে বসলেও
প্রয়োজন ছাড়া, কোন
কথা বলতোনা।
নামাজের সময় হলে।
ফ্যাক্টরির ভেতরের
নামাজের স্থানে
নামাজের জন্য
বেড়িয়ে যেতো।।।
অফিস শেষে।
ফয়সালের অনিচ্ছা
সত্বেও প্রায়দিনই
নিয়ে শীতলক্ষ্যার
পাড়ে। ঘুরতে যেতো
ইচিকাওয়া ফয়সালকে
সাথে নিয়ে।।
সহকর্মী আর
ভিনদেশী হওয়ায়।
ফয়সাল আবদার
ফেলতে পারতোনা।
কিন্তু শর্ত দিতো
বোরকা পড়ে যেতে
হবে। প্রথমে বোরকা
পড়তে কষ্ট হলেও
কিছু দিনের মধ্যেই
মানিয়ে নিয়েছে
ইচিকাওয়া।।
দিন যত যেতে থাকলো
ততই ফয়সালের গুণে
মুগ্ধ হতে থাকলো
ইচিকাওয়া। একদিন
প্রেমের প্রপোজ করেই
ফেললো। ফয়সাল
সুন্দর করে বুঝালো
বিবাহ ছাড়া প্রেম
হারাম।।
যেখানে ইচিকাওয়াদের
সোসাইটিতে
লিভটুগেদার প্রেম
ওপেন সেক্স মামুলি।
সেখানে ফয়সালের
এমন ব্যাবহারে আরো
মুগ্ধ হয়ে ইসলাম
গ্রহণ করে। নিজ নাম
ইচিকাওয়া পাল্টিয়ে।
ইসমিতাঁরা রেখে
ফয়সাল-কে জীবন
সঙ্গী করে নিয়ে
সুখেই আছে
ইসমিতাঁরা।
আজ ফয়সাল
ইসমিতাঁরা দম্পত্তির
১০তম বিবাহ
বার্ষিকী। দশ বছরে
পাল্টে গেছে অনেক
কিছু। পাল্টে গেছে
ইচিকাওয়া। হয়ে গেছে
সম্পুর্ণ মুসলিম বধু
ইসমিতাঁরা।।
দুই বাচ্চার জনক
জননী সুখেই আছে।
দোয়া করি সুখে থাকো
তোমরা
বিষয়: সাহিত্য
৯৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ সুমন ভাই!!!
মন্তব্য করতে লগইন করুন