ভালোবাসা কারে কয়???
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৯ মে, ২০১৫, ০১:১২:২৬ রাত
-এ্যাই,এ্যাই, দ্যাখেন,
কত্ত সুন্দর বাত্তি
জ্বলতাছে, পাহাড়ে
লইয়া যাইবেন
আমারে,??
"-হুম শিরীন তোমারে
না লইয়া গেলে কারে
লইয়া যামু? আমার
দশটা না, বিশটা না,
একটা মাত্র বৌ
- -আইজ কিন্তু
বাড়িতে যামুনা, সারা
রাইত নৌকা ভ্রমণেই
কাটাইয়া দিমু,
-শিরীন এইডা কি
কও? বাড়ির সবাই
চিন্তা করবো তো,
"সব ব্যাস্ততা ঝেড়ে
ফেলে বোনের কথা,
আর স্ত্রীর আবদার
রাখতেই হলো। অবশ্য
কথা আবদার রাখাতে
ভালোই হয়েছে।
বিয়ে না করলে হয়তো
প্রেম কাকে বলে
বোঝতাম না। সন্ধ্যার
পর। নদীর নির্মল
হাওয়ায়। পাল তোলা
নৌকায়।, নিজ স্ত্রীর
সাথে প্রেম করার
মজাই আলাদা,
আজ দু মাস যাবত
বোন-কে কথা
দিচ্ছিলাম তোর
বাসায় আসবো,
আসবো, শিরীনও
অনেক চাপাচাপি
করতেছিলো, তাই
আজ সকালেই চলে
গিয়েছিলাম
"বোন-তো আসতেই
দিতে চাচ্ছিলোনা।
শেষে নয়-ছয় বুঝিয়ে
সন্ধ্যার পর বিদায়
নিলাম। নদী থেকে
একটু দূরে বোনের
বাড়ি। দক্ষিণে
মেঘালয় পাহাড়
"অনেকক্ষণ
অর্ধাঙ্গীনির সাথে
অর্ধ চঁন্দ্রের আলোয়
নদীতে নৌকা ভ্রমণ
আর প্রেম করে দু জনে
বাসায় ফিরলাম।।
ফেরার পথে একটা
কবর দেখে লুকিয়ে দু
ফোটা পানি ঝড়ালাম,,,
"হ্যা কবর-টা আমার
কলেজ লাইফের বন্ধু
ফয়সালের। অবৈধ
প্রেমের যাতনা। আর
সমাজের ঘৃনা সইতে না
পেরে আত্বহত্যা
করেছিলো।।
কতবার বলেছিলাম
এসব- প্রেম-ট্রেম না
করে বাড়িতে বলে
বিয়ে করে ফেল।তার
পর স্ত্রীর সাথে
ইচ্ছামতো হালাল
ভাবে প্রেম করিস।
সেই প্রমে সওয়াবও
হবে।।
"ইতিমধ্যেই শিরীন
বোঝে ফেলেছে। কেনো
কাঁদছি। শিরীন শুধু
একটা কথাই বললো।।
"কেঁদে আর কি
করবেন?? কম তো
বোঝাননি? মনে
রাখবেন। যে যেমন
কর্ম করে। সে তার
কর্মের ফল তেমন
পায়!।।
বিষয়: সাহিত্য
৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন