মা বাবা'রা কবে বোঝবে?? নাকি বিয়ের দাবিতে আন্দোলেন যামু?? :-P :-P
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৪ এপ্রিল, ২০১৫, ০২:০৪:২৮ রাত
প্রত্যেক মা বাবার উচিত। সন্তান বিবাহ যোগ্য হলে। ভালো পাত্রী দেখে ছেলে। সন্তান,কে বিয়ে করানো।
ভালো পাত্র দেখে মেয়ে সন্তান,কে বিয়ে বিয়ে দেওয়া।।।
.
আমাদের সমাজে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বাবা। মায়ের চোখের ঘুম হারাম হলেও ছেলের কথা মনে হয় তেমন ভাবেইনা।।।
বাবা মা হয়তো মনে মনে ভাবে ছেলে'কে... বিবাহ.... করালে সংসারের ব্যায় অনেক গুণ বেড়ে যাবে।।।
আরে খালাম্মা খালু জান। ছেলে'কে বিয়ে করালে। সংসারের খরচ কমবে। ছাড়া কখনোই বাড়বেনা।
আপনার মেয়ে যা খেতো। আপনার ছেলের বৌ তা খাবে। শুধু খাওয়ার জন্য। কোন মেয়ে বিয়ে বসেনা।
যে ছেলে বিয়ের আগে উড়া ধুরা টাকা উড়াতো লাইফ ষ্টাইল ছিলো পুরো বাউন্ডুলে......
বিয়ের পর আপনার সেই বাউণ্ডুলে ছেলে হবে কর্মঠ ঘরমুখী।একদম দায়ীত্ব'বান একজন গৃহকর্তা।।।
সে যদি আগে সিগারেট খেতো। বিয়ের পর চিন্তা করবে নাহ সিগারেটের টাকা' দিয়ে বাচ্চার জন্য ললিপপ কিনে নিয়ে যাই।।
.
সো!!! কর্মঠ দায়ীত্ববান উত্তম চরিত্রের সমাজ গঠনে বিয়ে সাদীর বিকল্প নাই। :-P :-P
.
ইয়ে!! কেউ আবার আমার বিয়ের জন্য আব্বারে পরামর্শ দিয়েন না ফ্লিগ :-P ;-)
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ!
আইচ্ছা, আমনের শরীর মন যদি এতো বেশি টাডাইয়া উডে, আমনে সইতে পারেন না, তাইলে একটা ধইরা কইরা হালাইলেতো অইয়া যায়!!!!
বিয়ে করার জন্য বুকে হেডাম থাকা লাগে, আছে???? আন্দোলন প্রসংগ তোলা লজ্জার! যাদের বুকে হেডাম নাই, তারাই আন্দোলন করার কথা ভাবে।
১০০% লাইক৷
মন্তব্য করতে লগইন করুন