আমার বন্ধু আনিস
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৪ মার্চ, ২০১৫, ১০:১৬:০৭ সকাল
মুখ ভরা দাড়ি ছাড়া পুরুষ মানুষকে যেনো অসম্পুর্ণ অসম্পুর্ণ লাগে!!!
ঢাকা থেকে বাড়িতে আসার পর আমার প্রিয় বন্ধু আনিসের সাথে আজই প্রথম দেখা কারণ আনিসের ব্যাবসার কাজে জাফলংয়ে ছিলো।।
আনিসের চেহারা দেখার পর আমি চমকে গেলাম দাড়ি রাখার কারণে এতো সুন্দর লাগছে যা বোঝাতে পারবোনা।....
.
আমি যখন ঢাকায় যাই আনিসের মুখে তেমন দাড়ি ছিলোনা। সেইভ করতো... মাত্র ২ মাসে এত্ত সুন্দর দাড়ি আনিসের সামনেই তার সুন্দর দাড়ির প্রশংসা করে ফেললাম :-) :-) :-)
আমার আরেক বন্ধু মোঃ ইমদাদ হাসান সুজন আমার মতোই পিচ্চি তবে দাড়ি মাশ আল্লাহ :-) :-)
স্যাডনেজ- আমার দাড়ি ঊঠেনি তবে ভবিষ্যতে দাড়ি রাখবো
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন