আমার ছেলে'টা কি সমকামী হচ্ছে? মেয়ে'টা কি শিখছে পরকিয়া??
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৩:১৫ রাত
এশার পর ছেলে'কে বললাম
চলো বাবা উত্তর
পাড়ায় তাফসির আছে।
ছেলে বললো বাবা জানোনা ওয়াজ
হবেনা ১৪৪
ধারা জারি করা হয়েছে..
.
বললাম
তা হলে চলো বাড়িতে যাই
খেয়ে দেয়ে শুয়ে পড়ো ফজরের
নামাজ' যেনো মিছ
না হয়.
ছেলে বললো যাও
আব্বু আমি একটু পর
আসছি..
.
সারা রাত ওর জন্য
অপেক্ষা করলাম
ছেলে ফিরেনি।
ফজরের নামাজ
পড়ে ঘুমিয়ে গেলাম....
উঠে ওর
রুমে উকি দিলাম
ফিরেছে কিনা?
উকি দিতেই ওর
ফোনে ফোন আসলো।
রিসিভ
করে আমি কথা বলার
আগেই..
মাম্মা কালকে চইল্লা গেলি গে ভিডিও
দেখার
পরে সোহরাইপ্পারে হগলে মিল্লা কি কামডাইনা করলাম...
ওর ফোনের বুকমার্ক
গুলো দেখে আৎকে উঠলাম
সব পর্ণ সাইটের ওয়েব
এড্রেস!
মনে দুঃখ
নিয়ে সিড়ি দিয়ে নামতেই
ছোট
মেয়েটা তোতলা মুখে বললো..
আব্বু বল টো জীবন
মান কি? বললাম
মা পানী।
পিচ্ছি মেয়ে আমাকে বললো হয়নি আব্বু।
জীবন
মানে জী বাংলা টিভিটে ডেকছি...
পিচ্ছি মেয়েকে বোঝ
দিয়ে ফ্লোরে সিড়ির
বাম পাশে দেখলাম
ইণ্ডিয়ান
চ্যানেলে একটা সিরিয়াল
চলছে.
একটা হ্যাংলা ছেলে একটা কপালে সিদুর
দেওয়া মেয়ে কথা বলছে.
ছেলেটা বলছে আমি জানি চন্দ্রবতী তুমি চন্দনের
সংসারে সুখী না।
টিভির
সামনে বসা আমার ১৪
বছর
বয়সী কিশোরী মেয়ে।
যে কিছু দিন পর
স্বামীর
সংসারে যাবে!!
.
স্ত্রীকে বললাম
শিরিন কাল
রাতে তোমার
ছেলে কোথায় ছিলো?
স্ত্রী বললো নান্টুর
সাথে স্বরস্তী পুজায়
গিয়েছিলো!!
.
মনের ক্ষোভ
শিরিনের
কাছে বললাম।
আমি ব্যার্থ
বাবা ঘরে ল্যাপটপ।
মোবাইল টিভি সব
বিক্রি করে দিবো এবং আজকেই
স্ত্রী আমাকে বললো এগুলো বিক্রি করলেই
সব সমাধান হবে?
হিন্দুয়ানী সংস্কৃতি কি চলে যাবে?
আজ ৯২% মুসলিমের
রাষ্ট্রে'ই তাফসির
নিষিদ্ধ।
স্বরসতী পুজা হয়
সরকারী অর্থায়নে
৯২%মুসলিমের
রাষ্ট্রে সরকারি ভাবে।
ইসলামিক চ্যানেল।
ওয়েব সাইট ব্লগ বন্ধ
.
সরকারের
সাপোর্টে চলে পর্ণ
ওয়েবসাইট চটিব্লগ
পর্ণফিল্মের
টিভি চ্যানেল!!
হ্যা শিরিন ঠিক
বলেছো.
জাহান্নামে যাওয়ার
জন্য বর্তমান রাষ্ট্র
ব্যাবস্থা'ই আমাদের
জন্য যথেষ্ট. .
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থই ফুটে উঠেছে বর্তমান নৈতিক মুল্যবোধের চরম অবক্ষয়!
আল্লাহ আমাদের হেফাযত করুন!
মন্তব্য করতে লগইন করুন