ফেইলুর ইজ দ্যা পিলার অব মফিজ
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৫ নভেম্বর, ২০১৪, ০৬:৫২:৫৮ সন্ধ্যা
--মফিজের মা ওই
মফিজের
মা তারাতারি বাইরে আসো
.
--কি'ই মফিজের
বাপ তুমি আইজ
এত্ত খুশি এত্ত
বাজার সদাই
খাসি মোরগ
পোলাওয়ের চাউল
ব্যাফার'ডা কিতা?
.
--খুশি কি আর
সাধে অইছি আমগো মফিজ
তো গিরিনেজবুকে নাম তুলবো
.
--খুশির
খবরটা তো কইবা মফিজ
কি এমন খুশির
কাম করছে
.
--আরে মফিজের
মা শুনলে তুমি খুশিতে লুঙ্গী ড্যান্স
দিবা
.
--মফিজের বাপ
খুশির
খবরটা তো আগে কইবা কি অইছে
.
--সারাদেশের
মধ্যে আমগো মফিজ'ই
একমাত্র ফাষ্ট
ডিভিশনে ফেইল
করছে।
আমগো মফিজ
ছাড়া সারাদেশে একটা ছাত্রও
নাই ফেইল করা।
.
--লুঙ্গী ড্যান্স
লুঙ্গী ড্যান্স
লুঙ্গী ড্যান্স
(মফিজের মা)
.
--মফিজের
মা লুঙ্গী ড্যান্স
থামাইয়া তারাতারি পোলাও
কোর্মা রাইন্ধা রাহো গ্রামের
সবাইরে দাওয়াত
কইরালাইছি
.
--আমি অহনই
রান্তাছি এইবার
কিন্তু পোলারে একটা R1-5
মটর সাইকেল
কিন্না দিবা
.
--কি যে কওনা মফিজের
মা মফিজরে মটর
সাইকেল ক্যান
অহন BMW
কিন্না দিমু।
সারাদেশে আমার
পোলায় একমাত্র
ফেইল (গর্বের
ইমো হপে)
.
--হ মফিজের বাপ
কিন্না দেও। এইবার
রত্নগর্ভা মায়ের
পুরষ্কারটা আমিই
পামুই. .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
যেভাবে প্রশ্ন
পত্র ফাস
হচ্ছে আর
সস্তামানের
শিক্ষিতদের হার
বাড়ছে
.
সেই দিন
বেশী দুরে নয়।
যে দিন পাশ নয়
সন্তান ফেইল
করলে পিতামাতা গর্ববোধ
করবে. . .
.
(কু) শিক্ষিত
সমাজ গড়তে নুরুল
ইসলাম নাহিদ,দের
বিকল্প নেই। কারণ
আজকের (কু)
শিক্ষিত
আগামী দিনের
অস্ত্রধারী ছাত্রলীগ
ক্যাডার. . . .
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা পরবর্তি হেনস্থা। পরীক্ষার আগের রাতে প্রশ্ন দিবে কিন্তু ২য় বার এডমিশন দেয়া যাবে না।
ভাষালেস হয়ে গেছি...
ফেইল করা কষ্টকর!
পাস করে গর্দভ।
মন্তব্য করতে লগইন করুন