নিম্ন মধ্যবিত্ত রাফি ও একটি কুড়িয়ে পাওয়া ব্যাগের গল্প
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৫ নভেম্বর, ২০১৪, ০৯:০৫:৫৬ সকাল
একটা আইফোন
ফাইভ। পঞ্চাশ
হাজার টাকার
বাণ্ডিল।
দামি একটা পারফিউম।
এগুলো কি করবো?
যার জিনিস
তাকে ফিরিয়ে দেবো?
.
.টাকার
অভাবে একটা ভালো মোবাইলও
কিনতে পারিনা টিউশনি করে যা পাই
সব
কিছুইতো পড়ালেখার
খরচ যোগান দিতেই
দিতেই চলে যায়।
.
.বাড়ি থেকে আসার
সময় বাবার
হাসিমুখটার
মধ্যেও
দেখেছি একটা দুঃখবোধ
লুকিয়ে আছে।৩০
হাজার টাকার
জন্য বন্ধক
দেওয়া জমিটাও
ছাড়াতে পারেনি।
.প্রতিদিন
কলেজে ঢুকলেই
ইমদাদ। শাহরিয়ার।
মামুনদের
গা থেকে ভেসে আসা পারফিউমের
ঘ্রাণে মাদকতা তৈরী কলেজ
থেকে ফিরলেও
ঘ্রাণটা নাকে লেখে থাকে!!
.
.এগুলো কি আমি'ই
ব্যাবহার
করবো নাকি যার
মাল তাকে ফেরত
দেবো? আর দিবে'ই
বা কিভাবে? এমন
কোন এড্রেসও
পাইনি ব্যাগে!
.
.ব্যাস্ততম
মহাখালিতে'ই
ব্যাগটা পেয়েছে নিম্ন
মধ্যবিত্ত ঘরের
মেধাবী ছেলে বনশ্রী আইডিয়াল
কলেজের ছাত্র
রাফি. ব্যাগেই
ছিলো এগুলো.
.
.ভাবতে ভাবতেই
মোবাইলের
আলোটা জ্বলে উঠলো একটা থিম
রিংটোনের
শব্দে স্ক্রীণে লেখা .মাই
সুইট (my sweet)
রাফি ভাবছে ফোনটা কি সে রিসিভ
করবো নাকি নাকি বন্ধ
করবো??
.
ভাবতে ভাবতে'ই
রাফির
মনে পড়ে গেলো .
.
অন্যের সম্পদ
নিজের
মনে করলে ও
আত্বসাৎ
করলে জাহান্নামে কি আজাব
কত বয়াবহ আজাব
হতে পারে.
.
.ফোনটা রিসিভ
করেই
রাফি বললো আসসালামু
আলাইকুম
জী হ্যা সব ঠিক
আছে
.
.আপনারা শাপলা চত্বরে
আসুন
আমি আছি. . . . .
বিষয়: সাহিত্য
১২৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হয় এটা গল্প তাই
না ভাইয়া ।তবে ভাল
মানুষ
আছে আমি জানি ।
২০০৯ এ আমি দেশে
গিয়েছিলাম তখন
এয়াপোর্টে ট্রলিতে
আমার ল্যাপটপ
ফেলে গিয়েছিলাম
৫দিন পর সেটা ফিরত
পেয়েছিলাম ।@ হ্যা আপু এটা একটা ছোট গল্প ভালো মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে
মন্তব্য করতে লগইন করুন