জেনা, ব্যাভিচার মুক্ত সমাজ চাই
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৭ অক্টোবর, ২০১৪, ০৩:১৭:১৪ দুপুর
২২-২৫ বছরের সামর্থবান যুবকটি যখন ফ্যামিলিতে বলে বিয়ে করবো। সমাজ যুবকটিকে বলে নির্লজ্জ।
সেই যুবকটি যখন পার্কে অলিতে গলিতে অথবা চিপাতে। মেপে মেপে কোন মেয়ের শরীরে পাহাড় সমতলের হিসাব মিলায়। সমাজ
তখন তাকে বলে এটা যুগের হাওয়া ছেলেটি আধুনিক!!
.
একটি ১৪ বছরের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে সমাজ তাকে বলে না এটা বাল্যবিবাহ এটা বরদাস্ত করা যায়না হ্যানত্যান ব্লা.
.
সেই ১৪ বছর বয়সী ক্লাস এইটে পড়ুয়া মেয়েটি যখন কোনো ক্লাসের শেষে কোন নির্জন স্থানে কোন এক লম্পট দ্বারা গর্ভবতী হয়
সমাজ বলে সিম্পল এটা যুগের হাওয়া এবরেশন তো আছে'ই ব্যাস.
অকে?
.
.প্রানী জগৎ মাত্র'ই জৈবিক চাহিদা সম্পন্ন। বিপরীত লীঙ্গের
প্রতি আকর্ষণ আছে সকল প্রানীরই!!
.
.মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব এই জন্য'ই মহান রাব্বুল আলামিন
বিবাহ নামক একটি বিধান দিয়েছেন যে বিধানে আছে একটি ছেলে একটি মেয়ের সব চাওয়া পাওয়া আকাংখা সবকিছু। কিন্তু বিধান। না। মেনে যে ছেলেমেয়েগুলো যেনা ব্যাভিচার করে চলেছে পাপটা কার? অবশ্যই তাদের এবং মা বাবার?
.
সমাজের কি কোন দায়বদ্ধতা নেই আপনাকে আমাকে দিয়েই
সমাজ। এই বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য'ই মহান রব আমাদের হুকুম দিয়েছেন কিন্তু আমরা করি সম্পুর্ণ হুকুমের উল্টো।
আমাদের এই পাপের জন্য আমরা কি মহান রবে'র কাছে জিজ্ঞাসিত হবো না? মহান রব আদেশ দেন
.
“আর বিয়ে দাও তোমাদের মধ্য থেকে অবিবাহিতদের, আর তোমাদের দাসদের ও তোমাদের দাসীদের মধ্যকার সচ্চরিত্রদের। যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করবেন। আর আল্লাহ মহাবদান্য, সর্বজ্ঞাতা”।
(সুরা নূরঃ ৩২)
বদলে যাও বদলে দাও এই সমাজকে আমরা একটি ইসলামী সমাজ চাই।
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জুড়ে আমি
লিখেছেন :
ভালো বলেছেন।
সময়মত
ছেলেমেয়েদের
বিয়ে দিলে আমার
মনে হয় এই
সমস্যাটা থাকতো না।/একদম ঠিক বলছেন ভাই সমাজটাও ঘৃনীত হতোনা যুব সমাজও অধঃপতনের দিকে যেতোনা ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন