আধুনিক পরিবারের অতি আধুনিক ছেলে (১ম পর্ব)
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৩ আগস্ট, ২০১৪, ০৮:৩০:৩৫ রাত
ভাবি আপনার ছেলে দেখলাম রিক্সাতে একটা মেয়ে নিয়া আপত্তিকর অবস্থায়! :-O :-O
.
.আরে ভাবি ওটা
.আমার ছেলের গার্লফ্রেন্ড মিতু ওর সাথে নর্থ সাউথে পড়ে
.
.
.ভাবি আপনি চিনেন নাকি ??? :-O
.
.তো বলছি কি সাইফুল মিতুর সাথে আজই পরিচয় করিয়ে দিলো
.
.আপনাদের বাসায় এসেছিলো?? :-O
.
.ভাবি আপনি আসলেই একটা গাধী ছেলে নর্থ সাউথে পড়ে মেয়ে কি সেকেলে আনস্মার্ট হবে নাকি ওদের প্রাইভেসির জন্য ওদের রুমে দিয়ে আমি নাস্তা দিয়েছি !!!
.
.তাহলে ছেলে কে বিয়ে করিয়ে ফেলুন আপনার সওয়াব হবে ছেলেটার ফরজ কাজ আদায় হবে এবং উভয়ে জেনা থেকে মুক্ত থাকবে!!!
.
.আরে রাখেন ভাবি গ্যান দিবেন না এরা এ যুগে ছেলে মেয়ে একটু আধটু করবেই!!!
.
.ভাবি পরে পস্তাবেন নিজের বিপদ নিজে ডেকে আনছেন কিন্তু!!!
.
.আরে যান ভাবি যান আপনি ব্যাকটেডেড মানুষ আধুনিকতার কি বুঝবেন
.
.যাচ্ছি ভাবি
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলে মেয়ে যতই উচ্ছন্নে যাক না কেন তারা কেউ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বাসায় এনে মা/বাবার গোচরীভূত করে এখনও ''এক আধটু'' করা শুরু করে নি ।
এসবের জন্য লিটনের ফ্ল্যাট তো আছেই ।
হু
মন্তব্য করতে লগইন করুন