অতঃপর ব্লগবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ জুলাই, ২০১৪, ০৯:২২:৫০ রাত
ভাই আমার
জুতা আনছো???
.
.নারে কাইলকা ট্যাহা পামু
কাইল আনমু
.
.
.[পরের দিন আবার]
.
.ভাই আমার
জুতা আনছনি???
.
.
.ভাই না ভালা একটু
ধৈর্য্য ধর
কাইলকা আর ভুল
অইতোনা
.
.কেঁদে কেঁদে রাত
পোহালাম
.
.[ঈদের আগের দিন
রাত্রে]
.
.কাঁদো কাঁদো হয়ে ভাই
আমার
জুতা আনছনি কাইলকা ঈদ
কৈলাম"
.
.কাইলকা সকালে আনুমরে ভাই
বিশ্বাস কর
ট্যাহা পাইছি [ভাইয়াও
কাঁদো কাঁদো]
.
.
.যাও তোমার
জুতা লাগতোনা আমার
কিচ্ছু লাগতোনা. .
.
.[ঈদের দিন
সকালে]
.
.নূরা নূরা উঠ ভাই
দেখ তোর
লাগি চামরার
জুতা আনছি যা গৌসল
কর গিয়া উঠ ভাই!!!
অবশেষে রাজ্যের
আনন্দ
আমাকে দিয়ে গোসল
করিয়ে দেয় ভাইয়া..
.
.আমার
মতো এতিমের
ছোটকালের ঘটনার
মতো হয়তো অনেক
এতিমের এটাই
ঈদের কাহীনী!!
.
.শত কষ্টের পরেও
আমাদের আপন
জনেরা চায়
প্রিয়জনের
মুখে হাসি ফোটাতে!!
.
.সবাই কে ঈদুল
ফিতরের
শুভেচ্ছা [ঈদ
মোবারক]
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন