গরীবের ঘোড়ারোগ
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৭ জুলাই, ২০১৪, ০৪:০১:১৪ বিকাল
গরীবের ঘোড়া রোগ!!
গ্রাম কৃষক ক্ষেত থেকে ফিরে বৌকে বলছে"
ছদরুলের মা ওই ছদরুলের মা কৈ গেলা??
কি অইছে চিল্লান ক্যারে ইকটু সুলতানা বু.র কাছে গেছিলাম"
ক্ষেতে সার দিতে অইবো তোমার কাছে যে ট্যাকা দিছিলাম ট্যাকাগুলা দেও""
কিসের ট্যাকা ওই ট্যাকা দিয়া কত্ত গুলা পাতিল রাখছি আরেকটা দুধ খীরানের লাইগ্যা দুনা রাখছি
এইডা কি কও দুধ যে খিরাইবা/ধুইয়াইবা গাই গরু কৈত্তে??
ক্যান তুমি যে কৈছিলা এইবার ধান বেইচ্চা একটা গাই কিনবা
চুতমারানি কামডা করছস কি ক্ষেতে সার না দিলে ধান অইবো কৈত্তে আর তোর গাই কিনমু ক্যাম্নে?
গল্পের ছদরুলের মায়ের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হংকংয়ের মতো শহর হবে পদ্মা পাড়ে : প্রধানমন্ত্রী
১০টাকা কেজির চাউল খেয়ে বাঙ্গালির পেটে চর্বি জমেছে তাই প্রধানমন্ত্রী কৌতুক বলে হাসিয়ে চর্বি কমাচ্ছেন
পদ্মাসেতুর নাম গন্ধই নেই শেখের বেটি হংকং বানাচ্ছে
পদ্মা পাড় হবে হংকং=প্রধানমন্ত্রী
বিষয়: রাজনীতি
১৪৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম ধন্যবাদ
ভাই হাহাহাহাহাহা কিং কং
মন্তব্য করতে লগইন করুন