স্বামীর প্রতি স্ত্রীর দ্বীনের আহবান

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৭ জুন, ২০১৪, ১০:২১:১৯ সকাল

.আল আমিন

একটি সরকারী প্রতিষ্ঠানে ১ম

শ্রেনীর

কর্মকর্তা হিসেবে চাকরি করে বেতন

ভালোই. .তারপরেও

সে ঘুষ খায়. . .

.

.এদিকে আল

আমিনের

মা বাবা আল

আমিনের জন্য

মেয়ে দেখেছে আল

আমিনকে বিয়ে করাবে বলে. .

.

.যথারিতি নোশাইফাকে আল

আমিনের

মা বাবা পছন্দ

করলো!!!

নোসাইফা একটি ইসলামিক

আদর্শে গড়া ফ্যামিলির

মেয়ে সেই

আদর্শেই

গড়া নোসাইফা রাজি হলো বিয়ে তে !

.

. নোসাইফার

মা বললো ছেলেটা তো ঘুষখোর

রাজি হয়েছিস ওর

সাথে সংসার

করতে পারবি??

.

.নোসাইফা বললো মা ইনশা আল্লাহ!

আল্লাহ হেদায়াত

দিলে পারবো

.

.নোসাইফার

বিয়ে হলো!!

.

.আল আমিনে বোন

নোসাইফার

কাছে গেলো ভাবি ডাইনিংয়ে চলেন

সকালের খাবার

খাবেন!!

.

.নোসাইফা ডাইনিংয়ে গেলোনা

.

.দুপুরে আল

আমিনের

মা গেলো নোসাইফার

কাছে বৌ মা ডাইনিংয়ে দুপুরের

খাবারের জন্য. .

.

.নোসাইফা দুপুরেও

গেলো না. .

.

.আল আমিনের

মা আল আমিন

কে বিস্তারিত

বললো. . .

.

.আল আমিন

নোসাইফাকে রাতে জিগ্যেস

করলো সারাদিন

খাওনি কেন??

.

.নোসাইফা আল

আমিনকে বললো!!

অবশ্যই

আমি খেতাম

যদি আপনার খাদ্য

হালাল

হতো আমি জেনেছি আপনি ঘুষ

খান

আচ্ছা আপনার

ঘুষের টাকার খাবার

যদি আমি খাই আর

আপনার আমার

মিলনে যে বাচ্চা হবে সে যে ঘুষখোর

জাহান্নামি হবেনা তার

নিশ্চয়তা কি?

.

.যার যার কর্মের

উপর তার ফলাফল

আল্লাহ দেন

.

.তারপর আল

আমিন

তওবা করে ঘুষ

খাওয়া ছেড়ে দিয়ে ভালো হয়ে গেলো. .

.

.অতঃপর

তারা সুখে শান্তিতে বসবাস

করতে থাকলো. .

.

.এখন তাদের সংসার

যেনো সংসার নয়

বেহেস্তখানা

.

,লেখক@নূর আল আমিন

.২৭/০৬/২০১৪ইং রোজ শুক্রবার

বিষয়: সাহিত্য

৯৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239506
২৮ জুন ২০১৪ রাত ০২:০৮
জোনাকি লিখেছেন : রুপকথার গল্প মনে পড়লো।

ভাল্লাক্সে চালিয়ে যান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File