ভারতের ঐ পারদের ললাট! =============== ==
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৯ এপ্রিল, ২০১৪, ০৯:৫১:১৯ সকাল
ভারতের ঐ পারদের
ললাট!
=============== ==
গরুর ঐ কুরবানীহাট
ছেয়ে ফেল, ভর
রে মাঠ
ভক্ত-ভারত
পাগলা গারদ পূজার-
বেদী।
ওরে ঐ ছাগলা পাষাণ,
পাঠা তোর দেবীর দান,
বলীদান-
.
করলো কৃষাণ,
গোমাতার চর্ম ভেদি।
ঢোলোকের
বাজনা বাজা
হাতে হাতে ভোগের
খাজা
কে দেয় বলী,
পাঠা খালি, ব্যাস
বলে রে?
.
হা হা হা পায় যে হাসি,
খাঁড়া হয়ে খাসে খাসি,
কৃষ্ণবাঁশি সর্বনাশী,
গোপীরা পথ হারায়
কে রে!
ওরে ঐ ধর্ম ভোলা,
দে রে দে গ্রন্থে দোলা,
মরদগুলা ঘরত
বসে বিবির টানে
মার হাঁক
হাইদারা হাঁক,
হাতে নে গাঁজার ঢাক
ডাক ওরে ডাক,
শাহাবাগের পানে।
writinig by mustafijur
rahman sir >> collected
বিষয়: আন্তর্জাতিক
১২৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন