<>পান্না পরিমলের ধর্ষণের সেঞ্চুরির চ্যাতনায় তৈরী হচ্ছে একাত্তরের মা জননী >ফিল্ম<

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৩ এপ্রিল, ২০১৪, ১১:৩৫:২৪ রাত



>প্রসঙ্গ বেশ্যামী>

>

>

মেয়েটির নাম নিপুণ[অভিনেত্রী]

হাইক্লাস বেশ্যা.

৭১এর

মা জননী ছবির

একটি ধর্ষণের দৃশ্য,

চরিত্রের

প্রয়োজনে নিজেকে আরো খোলামেলা শরীর

নিয়ে আসে,

কথা সে টানা,

.

কথা হলো এখানে কি ঘটবে ????

. . ঘটনা : ৭১ এর

উত্তাল মার্চ,

যুদ্ধে র কবলে দেশ,

গ্রামে র সহজ সরল

মেয়ে নিপুণ, হানাদার

বাহিনী তাকে ক্যাম্পে নিয়ে ধর্ষণ

করে, ধর্ষণের ঘটনা :

গ্রামে র এক

স্বার্থবাদী মুসলমান,

লমবা জুব্বা,

লমবা দাড়ি আর

টুপি পরা পুরাই মোল্লা,

নিয়মিত নামাজ

কালাম পড়ে, নিজের

জীবনের

কাছে অন্যের জীবন

কিছুই না, এমন

একজন লোক নিপুণ

কে পাক

ক্যাম্পে নিয়ে যায়

(বর্তমানে সে রাজাকার

নামে পরিচিত)

এবং নিপুণ

কে সেখানে রেখে আবার

পাক অফিসারের

পায়ে দরে সালাম

করে চলে যায়

.......... নিশ্চয়ই এই

ছবিতে মুসলমান ও

নারীর অপমান

করা হয়েছে,, একজন

মুসলিম

কে পা চাটা কুকুর আর

একজন নারীর

শরীরের ৯৫ শতাংশ

উপস্থাপন, এ সব

ছাড়া কি যুদ্ধের

ভয়াবহতা প্রমাণ

করা যায় না ? .

রাজাকার প্রমাণ

করতে কি মুসলমানদের

ধর্মীয় পোশাক

ব্যবহার করতে হয়? .

.আরোও

তো মুক্তিযুদ্দের

ছবি দেখেছি :

ওরা এগার জন,

আগুনের পরশমণি,

এখনো ভোর

হয়নি ইত্যাদি ইত্যাদি,

কোথাও তো এমন রগ

রগে ফরগেট ধর্ষণের

ঘটনা কাস্ট

করা হয়নি ??????? ,

.

. >>

>>এটা কি মুক্তিযোদ্ধের

চ্যাতনায়

তৈরী নাকি ছাত্রলীগের

ধর্ষণের সেঞ্চুরির

চ্যাতনায় তৈরি??

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202308
০৩ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবই চেতনা ভাইজান
202318
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:২৯
আহ জীবন লিখেছেন : জানিনা তবে আমার কাছে মনে হয় পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে তার মূল কারন ধর্ম এবং নারী। আমাদের মুক্তিযুদ্ধে ও ধর্মের বেপারটা আছে হয়তো।
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৮
151915
সুমাইয়া হাবীবা লিখেছেন : Clown
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৭
151942
সাদাচোখে লিখেছেন : যুদ্ধের ফ্যাক্টস ও ফিগারস প্রমান করে - আপনার কাছে মনে হওয়াটা ১০০% ভুল।

আপনার বয়স অধিক হলে আপনি অনলাইনে কিছু রিসার্চ করতে পারেন আর বয়স কম হলে সাম্প্রতিক যুদ্ধ সমূহের (আফগানিস্থান, ইরাক, গাজা, লিবিয়া, সিরিয়া ইত্যাদি) মূল কারন এ দৃষ্টিপাত করতে পারেন। যুদ্ধ, ধর্ম, নারী এসব বিষয়ে অনুমান নির্ভর কথা বলা আজকের বিশ্বের স্মার্টনেস এর সাথে বড়ই বেমানান ও সেকেলে মনে হয়। ধন্যবাদ।
202323
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : ঠিক লাইনেই আছেন! Frustrated
202338
০৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৫
বুঝিনা লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবই চেতনা Waiting Waiting I Don't Want To See Waiting
202372
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:৫৪
সাদাচোখে লিখেছেন : একাত্তরের গৃহযুদ্ধ ও প্রতিবেশী দেশ এর প্রক্সি যুদ্ধ - আজকের বাংলাদেশে এসে চোর, বাটপার, ধান্দাবাজ ও নারীব্যবসায়ীদের পর এখন দেখছি পর্নোব্যবসায়ীদের জন্যও টাকা বানানোর বিরাট এক হাতিয়ার এ পরিনত হয়েছে।

নেতাহীন সচেতন মানুষদের ঘুমিয়ে ঘুমিয়ে এ পথচলা শেষ হওয়া দরকার। পরিচালক রূপী এসব জন্তুজানোয়ারকে পথ দেখানো দরকার। আমরা কবে একজন সত্যিকার মুসলিমকে নেতা হিসাবে পাও - যিনি তার জীবন ও সম্পদকে সত্যিকারভাবে এমন অন্যায়ের বিরুদ্ধে সেক্রিফাইস করার নিয়তে জনমানুষকে ডাক দেবেন।
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
152044
আহ জীবন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। যদি কিছু লিঙ্ক দিতেন উপকৃত হতাম।
০৪ এপ্রিল ২০১৪ রাত ১০:১৩
152052
সাদাচোখে লিখেছেন : আপনি কষ্ট করে গুগল এ Reasons behind major wars অথবা Causes behind wars ইত্যাদি লিখে সার্চ দিয়ে পড়তে থাকুন। ধর্মের কারনে কিংবা মেয়ের কারনে মেজর কোন যুদ্ধের খোঁজ ফেলে আমাকে কষ্ট করে জানাবেন।

http://voices.yahoo.com/the-causes-four-major-wars-4937622.html

http://www.economist.com/node/12758508

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File