"আমার বাকশালী বাংলা আমি তোমায় ঘৃনা করি"

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৬ মার্চ, ২০১৪, ১০:৩২:১৩ সকাল

"আজ স্বাধীনতা দিবস"

"আপনি কতটা স্বাধীন??

১।যখন আপনার মাথায় টুপি থাকে তখন আপনি জঙ্গী

২।যখন আপনার মুখে দাড়ি তখন আপনি জঙ্গী

৩।যখন আপনার পায়জামা টাখনুর উপরে তখন আপনি জঙ্গী

৪।যখন আপনার বুকসেল্ফে সাজানো থাকে কোরআন ও হাদিস তখন সেগুলো জিহাদি বই তার মানে আপনি জঙ্গী

৫।যখন আপনি ওয়াজ করেন সেখানে ১৪৪ধারা মানে আপনি জঙ্গী

৬।যখন ইসলামিক আইন বাস্তবায়ন করার কথা বলেন তখন আপনি জঙ্গী

৭।নাস্তিকরা রাসুলকে শত অপমান করার পর যখন আপনি তার প্রতিবাদ করেন তখন আপনি জঙ্গী

৮।যখন রাষ্ট্রীয়ভাবে হিজাব কায়েম করতে বলেন তখন আপনি জঙ্গী

৯।যখন আপনি সেখ মুজিবকে জাতির পিতা না মেনে ইব্রাহিম আঃ কে জাতির পিতা মানেন তখন আপনি জঙ্গী

১০।যখন আপনি আমার সোনার বাংলা বাদ দিয়ে বলেন লা ইলাহাইল্লাললাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তখন আপনি জঙ্গী"

to be contune

বিষয়: রাজনীতি

১৫০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198131
২৬ মার্চ ২০১৪ সকাল ১১:১০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
198132
২৬ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বাধীনতা এখানে ফানসা!
198165
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:০১
হতভাগা লিখেছেন : বাংলাদেশ পাকিস্তান হতে আলাদা হয়ে স্বাধীন হয়েছে ।

কিন্তু যারা স্বাধীনতার চেতনার নামে দেশকে বিভাজনের মধ্যে ঠেলে দিয়েছে , তাদের কাছ থেকে স্বাধীন হতে পারলেই বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হবে ।
198248
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সারা দেহে ক্ষমতার রিপু
বুকের মধ্যে অশান্তির পাহাড়
পাপ পূন্য বিবেচ্য নয়
প্রতিশোধ একমাএ লক্ষ্য
হাজারো কৌশল প্রয়োগ-
ষোল কুটি বুকের উপর!

আপন জ্বালা মিটাবার খায়েশে
ষোল কুটি মানুষের উপর-
ক্ষমতার নগ্ন প্রয়োগ,
মনিব তুষ্টির বন্ধনায়-
স্বার্থ জলাঞ্জী,
পদ্মা মেঘনা যমুনা আজ বালুচর?

সিমাহীন অপরাধ আমলনায়
নেই অনুতাপ-ক্ষমতার তাপে
মানুষের দাবী আজ হিমাগারে
শক্তি দেবতার পদ লেহনে মগ্ন
দেশ প্রেম আজ যাদুঘরে!

জুলুম আজ দিবালোকে-
লাশের দেহে দানবের উল্লাস
প্রতি নিয়ত বিকৃত লাশের মিছিল
চারিদিকে অতংকের কালো মেঘ
চাওয়া পাওয়ার দাবী আজ দিবা স্বপ্ন-
ষোল কুটি প্রান আজ উপেক্ষিত...। ******************
ভালো লাগলো অনেক ধন্যবাদ
198298
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
নূর আল আমিন লিখেছেন : বাংলার দামাল সন্তান
ভাই আপনাকেও ধন্যবাধ
198299
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৩
নূর আল আমিন লিখেছেন : আলমগীর মুহাম্মদ
সিরাজ
ভাই এই পানসে টা আর কতদিন চলবে
198301
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
নূর আল আমিন লিখেছেন : হতভাগা ভাই@যেদিন পাকিস্তান থেকে ভারত স্বাধীনতা পেয়েছিলো তারপরেই ভারতের গোলামি শেকল বাংলাদেশ গলায় পরলো
198302
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৬
নূর আল আমিন লিখেছেন : আব্দুল মান্নান মুন্সী
ভাই আপনার কবিতাটাও অনেক সুন্দর ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File