@ভাষা দিবসে ভাষার অসাধরণ মর্যাদা? ? ?

লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৮:১৯ রাত

ওলালা ওলালা"দম মারো দম" আনার কলি ডিস্কো চালি কালিওকাচামান তুহি জিন্দে মেরিয়ে"

"হ্যা এই জনপ্রিয় হিন্দি গানের রিমিক্স গুলোয় কানে আসছিলো বার বার হাটতে হাটতে স্কুলের মাঠটার কাছে গেলাম দেখলাম স্কুলের দেশপ্রেমিক স্টুডেন্টরা গানের তালে তালে রিহার্সেল করছে কাল গানের তালে তালে কে কেমন ভাবে পারফমেন্স করবে যাক তারা যা তারা যা ইচ্ছা তা করুক কারণ তারা দ্যাষপ্রেমিক তবে ফেরার পথে বার বার ধিক্কার দিচ্ছিলাম সালাম বরকত জাব্বার সহ সকল ভাষা শহিদদের কারণ তারা শুধু শুধু বোকার মতো জিবন দিয়েছে=

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180066
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
অজানা পথিক লিখেছেন :
কবি আল মাহমুদের সেই ছড়াটি আজ খুব মনে পড়ে


ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্ত
বৃষ্টি নামে,বৃষ্টি কোথায়?
বরকতের ঐ রক্ত?

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে,এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে!

প্রভাতফেরির মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিলো যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নি।

প্রভাতফেরি,প্রভাতফেরি
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

______________আল মাহমুদ
180404
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৬
নূর আল আমিন লিখেছেন : || জবাব নেই ||

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File