হাসিলে ট্যাকা ফেরত
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৫:২১ রাত
সাবধান!
হাসতে হাসতে কাপড়
ভিজিয়ে ফেললে আমার
দোষ নাই।
শুক্রবার
মসজিদে অর্ধেক
মুসল্লিই
আওয়ামী লীগের-
ডেপুটি স্পিকার
ফজলে রাব্বি।
.
আমরা সকালবেলা ফজরের
নামাজ
পড়ি,কোরআন শরিফ
পড়ে বের হই। তার
পরও আমরা ইসলামের
ধারক-বাহক নই।
ওরাই কি ইসলামের
ধারক-বাহক,
যারা কোনোদিন
কোরান শরিফ পড়েন
না?- শেখ হাসিনা।
.
নিজে হাসুন,কপি অথবা শেয়ার
দিয়ে অন্যকেও
হাসতে সহযোগিতা করুন।
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফজরের নামাযে শুণ্য
সাপ্তাহিক মুসলমান নিয়ে
আওয়ামিরা ধন্য।
মন্তব্য করতে লগইন করুন