নাস্তিকদের গুরু কার্লমার্কস
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ৩০ জানুয়ারি, ২০১৪, ০৭:১৬:১৪ সন্ধ্যা
সেকুলারিজমের প্রবর্তক অভঙ্গ নাস্তিকদের গুরু কার্ল মার্ক্স তার এক গ্রন্থে বলেছেন, "বিবাহ এমন একটি প্রথা, যেখানে এক নারীই তার দেহের বিনিময়ে স্বামীর কাছ থেকে সকল ধরনের সুবিধা নিয়ে থাকে, এটি পতিতাবৃত্তি থেকে নয়.. শুধু তাই নয়..
উনি আরও বলেছেন, " নারী বাচ্চা উৎপাদনের যন্ত্র বৈ আর কিছুই
নয়..তার মানে উনার যুক্তিতে উনি মেনেই নিয়েছেন যে উনি পতিতার ছেলে, আর যারা তাকে অনুসরণ করে তারাও বাস্টার্ড ...
অথচ ইসলাম ধর্মে, বিবাহ হচ্ছে নারী পুরুষের সব থেকে পবিত্র
সম্পর্ক...সেকুলার মুসলিম, বিবাহিত ব্যাচেলর এর মতও...
সেকুলারিজম এবং ইসলাম একসাথে থাকতে পারেন তাই যারা দাবি করে, আমি ধর্মনিরপেক্ষ সেকুলার মুসলিম, তাদের কষাইয়া থাব্রা মারবে
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানামতে কোন এক যুদ্ধের (মনে হয় বদর) যুদ্ধবন্দী কাফেরদের যাদের মুক্তিপণ দেয়ার সামর্থ ছিল না, সেইসব কাফেরদের যারা লেখা-পড়া জানতো রাসূল (সাঃ) তাদেরকে মুসলিমদের শিক্ষক হিসেবে খাটিয়েছেন। এখানে দেখেন কাফেরের কুফুরী গ্রহণ করা হয় নাই, কিন্তু তার শিক্ষা কাজে লাগানো হয়েছে।
তেমনি যার কথা বললেন – তারও কিছু অবদান আছে শিক্ষার কিছু ক্ষেত্রে, সেগুলো কাজে লাগাতে হবে, কাফের বলে তার কাছ থেকে কিছু গ্রহণ করা যাবে না, ব্যাপারটা মনে হয় এমন না!
মন্তব্য করতে লগইন করুন