চটি পিয়াল খ্যাত ব্লগার অমি পিয়ালের স্ট্যাটাস থেকে কপি কৃত সে যে আসলে চ্যাতনার নামে মহা লুইচ্চা তার স্ট্যাটাস থেকেই বুঝা যায়
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৮ জানুয়ারি, ২০১৪, ১০:১৩:৫১ সকাল
Omi Rahman Pial
নিজের
ভালো চাইলে কিছু
মুখচেনা জারজকে অন
এবং অফলাইন বর্জন
করুন। কারন
এরা বন্ধুর ভান
করে আসলে আপনার
ক্ষতি করবে। এদের
সঙ্গে যদি কথা বলতে
হয় হ্যা বা না তে কাজ
সারুন। এদের কখনও
বাসায় ঢুকতে দেবেন
না, এদের
সঙ্গে ফোনেও
কথা বলার দরকার
নেই, কারণ
এরা রেকর্ডার
নিয়ে ঘুরে। নিজের
প্রোফাইলে ব্লক
রাখুন আর একান্তই
যদি ঠেকা পড়ে তাহলে
রেস্ট্রিকটেড
রাখতে পারেন। দিজ
গাইজ আর ক্রুকড,
এরা স্বার্থের জন্য
পায়ে ধরবে,
কান্নাকাটি করবে,
বাবাও ডাকবে। আর
তারপর... ঠেকে শেখার
চেয়ে বরং দেখেই
শেখেন,
আমারে দেখলেই হবে...
3 hours ago
Like · · Share
Hide story
262 people like this.
Sadi Alam
এরা আবার
আপনি চাইলে অনলাই
ছাইড়া দিবে......
1 · 2 hours ago
Kamal H. Majumder
Moon
One hundred percent
true,
কথাগুলি মারাত্বক
সত্য, এই জাতীয়
লোকগুলিই যত
অনস্টের হোতা.
ব্যাক্তিত্বহীন এই
জাতীয় বন্ধুর যে খুব
অভাব তা কিন্তু না,
এরা একটু আলোচিত
হবার জন্য এমন
কোনো হীন কাজ নাই
যা করে না. তাই টের
পাবার সাথে সাথেই এই
জাতীয় সুবিধাখর
দের
থেকে নিরাপদ
দুরত্বে অবস্থান
করা শ্রেয়
1 · 2 hours ago
Real Khan
আমার প্রোফাইলে এই
ধরনের
বান্দররা আছে,
কিন্তু আমি শুধুই
রেখেছি ওরা আমার
কোন
কাজে আসেনা,আসবেও
আর
বাকীগুলোরে ফেসবুকে
মাধ্যমে "কতল
"করে দিয়েছি,এখন
এদের জন্য
দোয়া কোনটা পরবো জা
1 · 2 hours ago
Pappu Dutta
্যারা আপনার
পিছে ঘেউ ঘেউ
করতেছে তারা আপনার
কলমকে (লেখনি) ভয়
পেয়েই করতেছে ।
যারা আপনার
সঙ্গে আছে তারা ঐ
কলমকে ভালোবেসেই
আছে ।কলমই আপনার
বন্ধু ,আপনার আশ্রয়,
আপনার শক্তি ।
যা কিছু পেয়েছেন
তা কলমের বদৌলতে ।
যা কিছুই ঘটুক
ঐটারেই
আকড়ে থাইকেন ।
কলমই
আপনাকে আগলে রেখে
আজীবন রাখবে ।
24 · 2 hours ago
Nusrat Jahan Lucky
আপনি লেখনীর
মাধ্যমে নিজেকে যেই
স্ট্যান্ডার্ডে নিয়ে গে
সেইখানে পৌঁছানো তাদে
পক্ষে সম্ভব না।
হাজার হাজার
ফলোয়ার
আর আছে ঠিক ই
জীবনে এমন
একটা লেখা দিতে দেখ
না যেটা দেইখা শিক্ষণ
কিছু
আছে কিংবা নতুন
কিছু জানার আছে।
সুতরাং এরা সহজে লাই
লাইটে আসার
রাস্তা বের
করে নিছে।
আপনার কলম
থামানোর
সাধ্য কারো নাই
এইটা সবাই জানে।
4 · 1 hour ago
Md Islam Anik
ভাই কে কি করল
আর
কি বলল
এটা নিয়ে আপনি ভাইব
না। আপনার কাজ
আপনি শেষ করনে।
কাজ শেষে ওদের
মুখে জুতা মাইরেন।
1 · 1 hour ago
Imtiaz Chowdhury
Herd of pigs are
altogether pig only.
Tiger alone is tiger and
more than enough for
the herd.
1 · 1 hour ago
Ajabul Morfud
এরা স্বার্থের জন্য
পায়ে ধরবে,
কান্নাকাটি করবে,
বাবাও ডাকবে; আবার
বাগে পেলে ওই
পা দিয়েই আপনার
মাথায় লাথি মারবে।
ওরা আবার বউ’র
কাছে ভিজে বেড়াল।
কি সাংঘাতিক বস্তু
ওরা!
1 · 1 hour ago
Abdul Ahad
100% right.
1 · 1 hour ago
বিষয়: বিবিধ
২২৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন