পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান 'এরিয়া ৫১' (সংগৃহীত)

লিখেছেন লিখেছেন নিস্পাপ ১৭ এপ্রিল, ২০১৫, ০৩:৩৪:০২ রাত



পৃথিবীর সবচেয়ে গোপন ও রহস্যময় স্থানগুলোর মধ্যে 'এরিয়া ৫১' অন্যতম। আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের এ স্থানটিকে ঘিরে রয়েছে অনেক আলোচনা-সমালোচনা এবং বিভিন্ন গল্পের উৎস।

এরিয়া ৫১ আমেরিকার একটি গোপন সামরিক বাহিনীর অপারেশন ঘাটি। যার আয়তন ২৬,০০০ বর্গকিলোমিটার।

এ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এ ঘাটির প্রবেশপথে লেখা আছে 'সংরক্ষিত এলাকার দিকে প্রবেশের চেষ্টা করলেই তাকে গুলি করা হবে'। তাই এই জায়গাটি নিয়েই বিশ্ববাসীর সবচেয়ে বেশি কৌতূহল।

কি আছে এর ভেতর? কিইবা এমন কার্য সম্পাদন করা হয় এই ঘাটিতে, যার দরুন সেখানকার তালিকাভুক্ত কর্মীদের ছাড়া আর কাউকেই ঢুকতে দেয়া হয় না ।

এমন প্রশ্ন বিশ্ববাসীর মনে ঘুরপাক খাবে এটাই যেন স্বাভাবিক । আর 'এরিয়া ৫১' এমন এক সামরিক ঘাটি, যেখানকার কর্মীরা সরাসরি প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ।

এরিয়া ৫১ এর ভেতর আজপর্যন্ত বেসামরিক কেউ ঢুকতে পারেননি। যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি ফিরে এসেছেন লাশ হয়ে ।

এরিয়া ৫১ এর কর্মকতারা জানান, এর প্রাথমিক উদ্দেশ্য হলো পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষাকরণ এবং উন্নতিসাধন সমর্থন করা।

কিন্তু এই স্থানটির আশেপাশের বাসিন্দারা জানান ভিন্ন কথা। তাদের দাবী এরিয়া ৫১ এর আকাশে ফ্লাইং সসারের মতো কিছু উড়তে দেখেছেন তারা।

আবার অনেকেই এমন দ্রুতগতির বিমান উড়তে দেখেছেন যার গতি ও আকৃতি সাধারণ বিমান কিংবা যুদ্ধবিমান কোনোটার সাথেই যেন মিলে নেই।

এতো বিতর্কে ছাইয়ের মধ্যে যেন বাতাস ছড়িয়ে দিলেন এরিয়া ৫১ এর কর্মরত পদার্থবিজ্ঞানী বব লেজার । টিভি সাক্ষাৎকারে বব জানান, 'সেখানে রেটিকুলাম-৪ নামক জ্যোতিষ্ক থেকে আসা এলিয়েন ও এক ফ্লাইং সসার রয়েছে।

এলিয়েন বা ওই ভিনগ্রহের প্রাণীটির উচ্চতা সাড়ে তিনফুট । যার রোমহীন শরীর এবং বড় বড় কালো চোখ রয়েছে । এলিয়েনটির দেহ ব্যবচ্ছেদ করার পর এর ভেতরে ফুসফুস ও হৃৎপিন্ডের বদলে পাওয়া গেছে বিশাল এক পতঙ্গ।'

এছাড়া বেতার তরঙ্গের মাধ্যমে এখান থেকে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে দাবি করেন অনেক কর্মকর্তা।

পত্র-পত্রিকায় নানা সময়ে রহস্যময় এ জায়গাটিকে কেন্দ্র করে নানা মুখরোচক খবর বের হলেও সেগুলোকে বরাবরই এড়িয়ে গেছেন আমেরিকান সরকার ।

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315420
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া একটা সময় এলিয়েন,UFO এসব নিয়ে অনেক সময় নষ্ট করেছি। কিন্তু সব এলিয়েনগুলাই খালি আমেরিকাতেই যায় কেন?
১৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
256531
নিস্পাপ লিখেছেন : সত্যিই তাই , আমার ক্ষেত্রে ও সেরকম ছিল। এলিয়েন , ভিন গ্রহের প্রাণী স্যায়েনস ফিকসন এগুলো নিয়ে আগ্রহের কমতি ছিলনা। ধন্যবাদ আপনাকে।
315433
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরিয়া ৫১ মূলত স্যাটেলাইট গোয়েন্দাবৃত্তি মনিটরিং এবং উচ্চতর বিমান ও রাসায়নিক গবেষনা কেন্দ্র।
১৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
256532
নিস্পাপ লিখেছেন : জি হয়ত সেরকমই কিছু। ধন্যবাদ আপনাকে
315438
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪১
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
256533
নিস্পাপ লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।
315471
১৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুব ভালো লাগলো, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩২
256581
নিস্পাপ লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File