আমার প্রেম , আমার প্রেম ফিরিয়ে দাও , ফিরিয়ে দাও।
লিখেছেন লিখেছেন নিস্পাপ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:০৬:৪৯ সকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত শিক্ষার্থীদের একটি দল ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত বঞ্চিত প্রেমিক সংঘ’ এর ব্যানারে ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিলটি বের করেন।
মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি, শহীদ মিনার, পলাশী, ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘ভালোবাসার ধর্মঘট, চলছে, চলবে’, ‘হৈ হৈ রৈ রৈ, ভণ্ড প্রেমিক গেলো কই’, ‘এক দফা এক দাবি, প্রেম হোক সর্বজনীন’ এ রকম নানা বক্তব্য।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা দাবি করেছে একটা ছেলে একাধিক প্রেম করে আবার কেউ একটা প্রেমও করতে পারে না। সেইসব বোকা মেয়ে আর প্রতারক প্রেমিকদের বিরুদ্ধেই তাদের আজকের মিছিল।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
কোথায় ছিলেন এতদিন ?
চেতনা দন্ডের অনুসারী।
আপণ অনে ধন্যবাদ।
আর রসময় গুপ্ত তাদের খুজতে টি এস সি তে পোস্টের সাটিয়েছে
আর অনন্ত জলিল অপেক্ষা করছে খোজ দা সার্চ নিয়ে।
ধন্যবাদ আপনাকে।
কলেজের মেয়ে করলে প্রেম,
নিজে করলে ভালবাসা
তার ছেলে মেয়ে করলে মডার্ন যোগের পোলা
ধন্যবাদ আপনাকে।
যদি আফগান বিষয় টা খোলাসা করতেন।
মন্তব্য করতে লগইন করুন