আমাকে অভিনন্দিত করতেই হবে

লিখেছেন লিখেছেন নিস্পাপ ২৫ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৭:১৬ সকাল



শিরোনাম টা দেখে হয়ত অনেকে ভাববেন , এ আবার কোন বেকুব। গাছে কাঠাল অথচ গোপে তেল দেয়ার কসরত। ব্লগে আসার আগেই অভিনন্দন চাহিদা !! কি আর করব ভাই !! ব্লগের সাথে পরিচয় সেই অনেক আগ থেকেই একজন নির্ভেজাল পাঠক হিসেবে। ডান, বাম , উত্তর , দক্ষিন , সেকুলার , আধাআধি , ধরি মাছ না ছুই পানি ইত্যাদি হরেক রকমের ব্লগ বাড়িতে সময় পেলে প্রবেশ করতাম। রংবেরং এর ব্লগ পড়তাম , সামাজিক , রাজনেতিক , প্রেম , বিরহ , আবেগ , অনুরাগ , জানা , অজানা , বিভিন্ন বিষয়ে। ভাবতাম ইস আমি যদি বাংলা টাইপ টা জানতে পারতাম কি না মজা হত। লিখতাম , নিজের কথা , খোচা দিয়ে মন্তব্যে করতাম , কিংবা সহমত দিতাম , অথবা বলতাম পিলাচ পিলাচ !! এবং খুব করে চিন্তা করতাম বাংলা টাইপ কি এত সহজ। বিষয়টা আরো বেশি আমাকে ভাবিত করে তুল ল আমার এক পরিচিত মানুষের কারবার দেখে। কারবারী মানুষটা আবার আপনাদের বিডি টুডের ব্লগার। সংঘত কারণে তার নিক এবং নাম টা বললাম না । এই বেশি দিন দুরে নয় বছর খানিক আগের কথা , ওই ব্লগার কে আমি নিজ হাতে কম্পিউটার চালনা, ফেইসবুক , ইমেল ,এবং নেট ইউজ করার প্রাথমিক শিক্ষা দিয়েছিলাম। (যতটুকু আমি জানি ) গর্ব করছিনা। অথচ সেই মানুষটা কি সুন্দর ব্লগ লিখে যাচ্ছে। সে অবস্য আমাকে কোনো দিন বলেনি ব্লগে লিখার কথা। নিক দিয়া লিখত , তাই চিনতাম না। কিন্তু তার নিকের ব্লগ গুলো পড়তাম, হঠাত একদিন দেখলাম তার নিকের সাথে নাম এবং ছবি। আমি তো পুরোটাই টাসকি খেলাম এইটা কেমনে !! ব্লগ আমাকে লিখতে হবেই, যেভাবে হোক। বিসমিল্লাহ বলে বসে পড়লাম একাউন্ট খুলতে , কোনো নিক না দিয়ে সরাসরি নিজের নাম দিলাম। সব ঘর ঠিকঠাক মত পূরণ করলাম কিন্তু একাউন্ট ওপেন হয়না। হাল ছাড়লাম না। একেরপর এক ওলট পালট , উল্টা পাল্টা করে নাম বদল করলাম , কিন্তু কিছুতেই কিছু হয়না। মনে করলাম হয়ত আমার নাম টা কমন হয়ে যাচ্ছে , কিন্তু আমার নামে তো আর কোনো ব্লগার বি ডি টুডে তে পেলাম না। তাহলে প্রবলেম টা কোথায় ? যাক বাবা বাদ দিয়ে দিলাম বাপ জানের আকিকা দেয়া নাম। এইবার আসলাম নিক নামে , শুরু করলাম যদু , মধু , আকাশ , বাতাস , লাউ , কুমড়া , কোনটা বাদ দিলাম মনে পড়ছেনা। তারপর ও কিছুতেই কিছু হচ্ছেনা। একটানা এক সপ্তাহ চেষ্টা চলছেই তো নিরন্তর। অবশেষে রনে ভঙ্গে দিলাম। যাহ বাবা তুই শুধু ব্লগে ভিজিটর হিসেবে থাকিস, ব্লগার হওয়া তর চলবেনা। প্রবোদ দিলাম মনকে , ৮/৯ মাস কেটে গেল আর ওই পথে হাটলাম না। কিন্তু যখন ই ওই ব্লগার এর লিখা দেখি মনকে আর বুজাতে পারি না। মন আর মানে না , আবার বসে পড়লাম আমার চোখে ওই সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ গুলোর একটি কাজ করতে। নিজের নাম ভুলে গেলাম , পূর্বের দেয়া শত শত নিক নাম বাদ দিলাম। হে খোদা আমি নিস্পাপ , এই নিস্পাপ নামে আমি একটি আই ডি খুলতে চাই এই বলে মাউস এর বাটনে দিলাম ফাইনাল ক্লিক। একি সব কিছু এত সহজ , অবশেষে খুলে গেল নিস্পাপ নামের ব্লগ আই ডি। প্রিয় পাঠক, অবশেষে বুজলাম এত দিন শত চেষ্টার ফলে ও কেন আমি আই ডি ওপেন করতে পারতাম না। সরি, বলছিনা সেই গোপন কথা টি , নিজের একটা মান ইজ্জত আছেনা, সব কিছুতে এরশাদ হতে হবে নাকি। অতি সিম্পল একটা ভুল আমি সবসময় করতাম , যেটি কখনো খেয়াল করতাম না। যাই হোক এখন হতে আপনাদের বাড়ির উঠোনের এক কোনে আমাকে কিছু জায়গা করে দিবেন। যদি সম্ভব হয় আমার কিছু অগোছানো কথা, মনের বিষয় যাহা বলিতে বেকুল তাহাই বলিব। কিছু মনে করবনা আপনারা মাইন্ড করুন আর না করুন। লাজ শরমের মাথা খেয়ে কিন্তু নিজের ইজ্জত পাংচার কইরা দিছি অজ্ঞতার কথা ফাস কইরা । তয় একটা কথা আমার সাফ সাফ, আমাকে অভিনন্দিত করতেই হবে। আর যদি না করেন তাই লে কিন্তু সবার ব্লগে উল্টাইয়া পাল্টিয়া, সমানে কোপাইয়া মন্তব্য কইরা সপ্তাহের সেরা মন্তব্যকারী হয়ে যাব ! কইলাম কিন্তু। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167087
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫০
আওণ রাহ'বার লিখেছেন : Good Luck Good Luck Time Out Time Out Time Out স্বাগতম Time Out Time Out Time Out Happy Happy Good Luck Good Luck
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৮
121104
নিস্পাপ লিখেছেন : অসংখ ধন্যবাদ আপনাকে। আপনি আমার ব্লগ জীবনের প্রথম অভিনন্দন কারী/ কারিনী
আমার ব্লগ ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়ে থাকবে। একটু বেশি বলে ফেললাম আর কি , কিছু মনে কইরেন না। Good Luck Good Luck (~~) (~~)
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৫
121110
আওণ রাহ'বার লিখেছেন : জাজাকাল্লাহু খাইরানGood Luck Good Luck প্রথম সাক্ষাতেই ভালো লাগলো।
আমি ভাই Happy অভিনন্দন কারী ।
আপনাকে ভালো রাখুন আল্লাহ। ভাই/আপুWinking Winking
167126
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১৫
শিকারিমন লিখেছেন : আপনি খুব ই মজার মানুষ। মজা করে ভালই লিখতে পারেন। সুস্বাগতম আমাদের ব্লগ বাড়িতে।
সামনে কিন্তু মজাদার লিখা চাই। আর হা পাল্টা মন্তব্য দিতে কিন্তু ভুল বেন না। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
167129
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২৩
নিস্পাপ লিখেছেন : কি কইলেন , আমি মজার মানুষ , হাচাই কইছেন ?? আর কি কইলেন যেন , পাল্টা মন্তব্য করতে। কি যে বলেন না আপনি , আপনি না কইলেও আমি করবাম। আমাকে নতুন আইসা সপ্তাহের সেরা মন্তব্যর ভাগী হতেই হবে। ধন্যবাদ আপনাকে।
167144
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১০
হতভাগা লিখেছেন : ''আর যদি না করেন তাই লে কিন্তু সবার ব্লগে উল্টাইয়া পাল্টিয়া, সমানে কোপাইয়া মন্তব্য কইরা সপ্তাহের সেরা মন্তব্যকারী হয়ে যাব !''

চুপ চাপ নামের সাথে মিল রেখে ব্লগিং করে যাবেন






২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
121320
নিস্পাপ লিখেছেন : কি ভাই ভয় দেহান ? কি পাইছেন এইডা কি মগের মুল্লুক। এরশাদ কাকুর মত আমার কাছে ও দুইটা ফুল লোড পিস্তল আছে।
ধন্যবাদ আপনাকে Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
167146
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
বিন হারুন লিখেছেন : Rose Rose Rose Rose Rose Rose
Rose Roseঅভিনন্দন Rose Rose Rose
Rose Rose Rose Rose Rose Rose
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
121321
নিস্পাপ লিখেছেন : জি পাইলাম অনেক ধন্যবাদ আপনাকে।
167167
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
আলোকিত ভোর লিখেছেন : স্বাগতম Rose Rose Rose Rose
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
121322
নিস্পাপ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
167189
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
লোকমান লিখেছেন : অভিনন্দন
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
121323
নিস্পাপ লিখেছেন : অভিনন্দন জানাইয়া আমাকে প্রিত করিলেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
167228
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
জোবাইর চৌধুরী লিখেছেন : ঠিক আছে অভিনন্দন। হলো তো?
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
121324
নিস্পাপ লিখেছেন : আবার জিগাইলেন ভাই। জি , পাইলাম , দেখলাম , প্রিত হইলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। Good Luck Good Luck Good Luck (~~) (~~) (~~)
168698
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:৪৭
আফরা লিখেছেন : আপনাকে অসংখ্য অভিনন্দন। Rose Rose Rose Rose Rose Rose Rose
১০
168784
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৭
নিস্পাপ লিখেছেন : আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। আমাকে অভিনন্দিত করার জন্য। Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File