কলম.....
লিখেছেন লিখেছেন সিমানা ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:০১:২১ দুপুর
নিরব নিভৃত কোন স্থান নয়,
অজানা অচেনা কোন জায়গা নয়,
এখানে স্বপ্ন চলে তাই নিজস্ব গতির ভিত্তিতে!
অবিরাম বিস্তৃত কোন সবুজাভ বনবিথী নয়,
এখানে বিবর্ন ফ্রেমের ধুলোবালি যুক্ত স্মৃতি
হাতড়ানোর প্রয়োজন পড়েনা!
প্রয়োজন পড়েনা অজস্র মুখের মিলন মেলায়
নিজের অস্তিত্বকে প্রমাণ করার!
এইতো একট ব্যাস্তময় গন্ডির ফ্রেমে
বাধা ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ
এখানেই কানে তালা ধরায়,
কখনো কখনো সাগরের গর্জণ নিকটতম হয়ে ধরা দেয়
স্বপ্নরাজ্যের পরিচিত বীচে।
ফেনা তোলা ঢেউকে অনুভব করার অসম্ভব
সৌন্দর্যকে খুব কাছে থেকে দেখতেও হয়না।
নতুনকে বরণ করার ইচ্ছে
কোন দীর্ঘ সফরের ফলাফল নয়,
তবুও অব্যক্ত কন্ঠনালীর অভ্যন্তরকে
অনুসন্ধানের প্রয়োজনীয়তা ফুটে ওঠে,
প্রয়োজন পড়ে দুরন্ত দুর্বার গতিকে
ফুলেল শুভেচ্ছা জানানোর!
প্রতিটি কালির আঁচড় কখনো অন্তরের সমস্ত কালিমা
মুছে দিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে!
এক একটি শব্দ হয়তো
এভারেষ্ট জয়ের আনন্দকেও হার মানায়!
আবার বাস্তবতার যাঁতাকলে
সম্মুখীন করতেও পিছপা হয়না!
কলম! লিখে যায় ইতিহাস,
অনুভূতি, অথবা প্রেম কাহিনী!
আমি লিখি আমাদের কথা,
আবোল তাবোল কিছু কথা! রক্ত ঝরার কথা!
রাজপথ কাঁপানোর কথা!
আমি এই বস্তুটিকে ভীষণ ভালোবাসী!
বিষয়: সাহিত্য
১১৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন