ফ্যাকাশে............
লিখেছেন লিখেছেন সিমানা ৩১ মে, ২০১৪, ১০:১৮:৫৪ সকাল
জানি, সেই সুপ্রভাতে
সূর্যের হাসি দেখে
অপ্রস্তুত আমি অট্টহাসিতে মূর্ছা গেলাম!
চারিদিকে মৃত্যুর মৌনতা, অনেক কিছু জানিয়ে দিয়েছিলো।
অনেক পথ, অনেক মত, সেদিন তোমাদের চোখে,
বৃষ্টির ফোঁটা ফোঁটা জল আমায় শান্ত করেছিলো!!
কখনো বিরোধ বিজয়ের স্বপ্নে বিভোর থেকেছো,
জীবনের শেষ আছে, একথা ভাবোনি কখনোই
অগণিত মিথ্যার মুখে জলাঞ্জলি দিয়েছো আদর্শের সবটা!
মলিন হয়ে ঐ দুর আকাশে শূন্য দৃষ্টিতে প্রশ্ন রেখেছিলাম............
আমি আজও সে সবের উত্তর খুঁজে পাইনি!
একটা সফলতাতো কম কষ্টে অর্জিত হয়না,
বিবর্ণ সবকিছুকে বর্ণময় করে তোলার দায়িত্ব কী
একা পালন করা যায় বলো?
সহিংসতার সব দেয়াল ভেদ করে,
একাকী কখনো অহিংস হওয়া যায় বলো?
তাই আমি নিশ্চুপ থেকে যাই,
দীর্ঘকাল ধরে শুধু সবকিছু দেখেই চলেছি,
আমি কখনোই চেষ্টার কমতি রাখিনি,
ধুলিমলিন সম্পর্কের ভীতকে রং দেয়ার চেষ্টায় বহুদিন কেঁদেছি!!
তবে একদিন খুব দুরে চলে যাব,
তোমাদের চেহারা খানিকটা মলিনতো হবেই!
তোমরা অনেক, আর আমি সেই একা,
মাঝে মাঝে শব্দের তুলি দিয়ে তোমাদের চেহারাগুলো আঁকি,
সে আঁকার মাঝে কোন বিরোধ থাকেনা, ঈর্ষা থাকেনা,
তোমরা আর আমি মিলে হয়ে যায় এক নিদর্শনের বার্তাবাহক!
সগর্বে উচ্চারণ করি, আমরা সহোদর, আমাদের পথচলা একই সত্যের দিকে,
যার শেষ মঞ্জিলে আনন্দের ফল্গুধারা!
বিষয়: সাহিত্য
১৩২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার শেষ মঞ্জিলে আনন্দের ফল্গুধারা!
জানি না এই ফল্গুধারা কয়জনের ভাগ্যে জুটবে। যে পাপে লিপ্ত আছি নিয়ত।
মন্তব্য করতে লগইন করুন