হাতছানি
লিখেছেন লিখেছেন সিমানা ০৩ এপ্রিল, ২০১৪, ০৪:৩১:৩৭ বিকাল
ফুলে ফুলে সাজানো পথ,
লাল গালিচা সংবর্ধনা।
ওরা বলে, এই পথে চলো আমাদের সাথে,
তোমার না পাওয়া বলতে কিছুই থাকবেনা,
তুমি সব পাবে, তোমার ব্যর্থতা গুলো পূর্ণতা পাবে
তুমি ফিরে এসো।
নিশ্চুপ কিছুটা সময় পেরিয়ে যায়,
ঐ পথ ফুলেল হলেও আমার নয়
যে সবের কথা ওরা বলে, সে সব কখনোই আমার নয়।
আমার পূর্ণতা এখানেই,
আমি এক নির্ভেজাল সত্যকে পেয়েছি,
এই পথের শেষেই শান্তির মন্জিল
আমি এখন সেদিকেই ছুটছি
আর ফিরবনা কোন ঘৃণিত সভ্যতায়,
আমি এই সত্যের সভ্যতাকে বিশ্বাস করি,
শুনেছি মুক্তির নিশানা এই পথেই
আমি চলতে থাকবো
শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত............
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুন লিখেছেন! শুভ কামনা রইলো বহুত
আমি এক নির্ভেজাল সত্যকে পেয়েছি,
মন্তব্য করতে লগইন করুন