নবযাত্রী
লিখেছেন লিখেছেন সিমানা ২৭ মার্চ, ২০১৪, ০৯:০৩:১০ সকাল
নতুন পথের যাত্রী মোরা
ভয় নেই শত্রুর
বাধা যত সব দলিয়ে যাবো
ভয় নেই মৃত্যুর
ভয়হীন সব চঞ্চল প্রান
নেবোনাকো বিশ্রাম
ভালোবাসা পেয়ে হবো বরণীয়
পাবো জীবনের দাম
বন্ধুর পথ পাড়ি দেবো মোরা
থাকবোনা জ্ঞানহীন
নিজেদের কথা ভাববোনা কভু
বাজাতে সুখের বীন
অকারণে কভু থামবনা পথে
হবোনাকো যাযাবর
নিষ্ঠুরতাকে দেবনা প্রশ্রয়
ভাঙ্গবোনা কারো ঘর।
কোনদিন কোন দুখীদের তরে
করবনা অবিচার
শয়নে স্বপনে এ বুকে বাজবে
আল্লাহু আকবার
দূর্গম পথ পাড়ি দেবো মোরা
মিলাবো দু হাতে হাত
মিলে মিশে সবে পাড়ি দেবো সব
দুঃখ মেশানো রাত।।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন