অন্তরালে অন্ধকার
লিখেছেন লিখেছেন সিমানা ২৩ মার্চ, ২০১৪, ০৭:৪৯:০৩ সন্ধ্যা
পর্ব-২
সাদিয়ার দাদু বাড়ী গমগম করছে। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে। ওর চাচা, চাচী, ফুফু কাজিনরা। সবাই মিলে খাওয়া দাওয়া আর মজা করা নিয়ে ব্যাস্ত। সাদিয়া নাবিলাও এতোক্ষণ সবার সাথেই ছিলো, কিন্তু ওদের মনে একটা চিন্তা সবসময় আছেই তাই আনন্দিত ওরা হতে পারছেনা। খুব ঘনিষ্ঠ ও গোপনীয় সূত্রে ওরা একটা বিভৎস ঘটনা শুনেছে, কিন্তু সে ব্যাপারে কেউ কিছুই বলছেনা। নাবিলার আসার কথা ছিলোনা এবার, কারন ওর পরীক্ষা ছিলো, কিন্তু সাদিয়া প্রায় জোর করে আসতে বলেছিলো ।
সাদিয়া ওর দাদীর কাঁধে মাথা রেখে বসে আছে, দাদীর কাছে সহজে কেউ আসেনা, সাদিয়া মৃদু স্বরে,
-দাদী তুমি যে একা একা থাকো তোমার খারাপ লাগেনা?
-না......! অভ্যাস হয়ে গেছে, আর বসে বসে বই পড়ি তাতেই সময় কেটে যায়।
-দাদী!......
-হুম......
-কীরে কথা বলছিসনা যে।
-না দাদী কিভাবে বলবো বুঝতে পারছিনা।
-কিসের ব্যাপারে?
-দাদী, আমাদের মেওর আংকেলের ছেলে আছেনা, মনে আছে? ঐযে মুনির, ও কী ভালো?
দাদীর দৃষ্টিতে কৌতুহলের ছায়া, সাদিয়ার থুতনী ধরে মুখটা নিজের মুখের সামনে এনে,
-কীরে কী ব্যাপার হ্যা?
সাদিয়ার মুখমন্ডলে আলাদা কোন প্রতিক্রিয়া না দেখে দাদী অনুৎসাহিত হন। তবুও বলেন,
-খুব ভালো ছেলেরে, খুব ভালো, তোর বাবাতো ওদের প্রস্তাব মেনে নিয়েছেন ............
নাবিলাকে প্রবেশ করতে দেখে থেমে যান, আবারো বলেন,
-দেখ, সাদিয়া আমাদের সাংবাদিকের এতোক্ষণে নানীর কথা মনে পড়েছে।
নাবিলা হেসে দিয়ে,
-না নানী তোমার কথা কী আমি ভূলতে পারি? আসলে একটা রিপোর্ট লিখে মেইল করে পাঠিয়ে দিলাম, তাই দেরী হলো।
সাদিয়ার উদ্বিগ্ন কন্ঠ,
-দাদী কী যেন বলছিলে? বাবা কিসের প্রস্তাব মেনে নিয়েছেন?
নাবিলা ওর নানীর বাম পাশে বসলো।
দাদী অবাক কন্ঠে,
-ও মা তুই জানিসনা? মুনিরের সাথে তোর বিয়ের প্রস্তাব।
নাবিলা আর সাদিয়া দুজন দুজনের দিকে তাকায়, দুজনের ছোখ ছানাবড়া, সাদিয়াতো কেঁদেই ফেলে।
নাবিলার কন্ঠে শান্তনার সুর,
-ভেঙ্গে পড়োনা সাদিয়া, ইনফরমেশন যদি সঠিক হয় আমরা সফল হবোই।
-দাদী নাবিলার কথার আসল অর্থ বুঝতে পারেননা, নিজের মতো করে বুঝে নিয়ে,
-হ্যা হ্যা কান্নার কী আছে, সবাইকেই শশুর বাড়ী যেতে হয়, এটাই নিয়ম। আমিতো অনেক ছোটবেলা এ বাড়িতে ঢুকেছিলাম, তোর দাদা অনেক ব্যাস্ত থাকতো, সেই যে ঢুকেছি......... এখন বের হওয়ার সময় এসে গেছে, আর ভালো লাগেনা, এখন শেষ বিদায়টা হয়ে গেলেই যেন শান্তি!
দীর্ঘশ্বাস ফেলেন দাদী, বলতে থাকেন,
-আজ স্বপ্ন দেখেছি তোর দাদা অপেক্ষা করছে আমার জন্য।
সাদিয়া দাদীর এসব শুনে আরো বেশী কাঁদতে থাকে।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন