পথ...........

লিখেছেন লিখেছেন সিমানা ২২ মার্চ, ২০১৪, ০৪:১৮:৫৫ বিকাল

যদিও সেখানে উত্তপ্ত বালুকার ভীড়,

নিকষ কালো অনধকারের পথ ধরে তবুও এই পথ চলা

অনন্তের পথে যাত্রা আমাদের,

এখানে আমৃত্যু সংগ্রাম সাধণার খোঁজ,

তবে কী থেমে থাকা যায়??

কোন এক কালে ঘটে যাওয়া প্রেমকে খুঁজতে গিয়ে কী পথ হারাবো??

নাহ! বিরহী হয়ে চুপসে থাকার সূযোগ নেই।

এখানে অধিকার কথা বলে,

ন্যায় গর্জে ওঠে,

সত্য প্রকাশ হয়,

আমাদের অতীত কখনো কখনো আনমনে ভাবকে উস্কে দেয়,

নিরাবরন ছন্দ তখন মন জুড়ে, ইস! কী সুন্দর, তখন আমরা আমাতেই ডুবে থাকি।

জন্মলগ্ন কী তবে এতোটায় সংকীর্ণ?

মায়ের উদর থেকে বেরিয়ে আসার কষ্ট কী তবে নিমিষেই ভূলে যাব??

মৃত্যু কষ্ট সহ্য করে পৃথিবীতে আনয়নের এই কী পুরস্কার!?

বাবার পাঁজর থেকে বেরিয়ে আসা আমার অস্তিত্বের বিন্দুকে কী করে অস্বীকার করি???

এখনও বিবেক ঘুমিয়ে,অভাগা আমাদের পরবর্তী জীবনতো আমরাই নষ্ট করতে চলেছি,

হে প্রভু অনাদী কালের এই পথযাত্রীদের কলুষমুক্ত করে দিন।

নয়তো এদের ভবিষ্যত কর্ণধাররা বিষাক্ত কীট হয়ে পরিবেশ ধ্বংস করবে!!

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196187
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:২১
146578
সিমানা লিখেছেন : অনেক ধন্যবাদ!
196211
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
শিশির ভেজা ভোর লিখেছেন : যদিও সেখানে উত্তপ্ত বালুকার ভীড়,
নিকষ কালো অনধকারের পথ ধরে তবুও এই পথ চল


অসাম হয়েছে ভাই অসাম
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:২২
146579
সিমানা লিখেছেন : জাজাকাল্লাহ!
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
146634
সিমানা লিখেছেন : আমি ভাই নই, বোন। Happy
196216
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:২২
146580
সিমানা লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File