কবিতা : নির্জনতার সঙ্গী। উৎসর্গ- : তামান্না আক্তার

লিখেছেন লিখেছেন হলুদ রঙ মেঘ ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫০:৩১ সন্ধ্যা

কাল সারা রাত---

আমি মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে,

কান পেতে ভাবুক হৃদয়ে শুনেছি তোমার অন্তরের প্রতিটি স্পন্দন|

পারনি অনুভব করতে,বুঝনি সেই ব্যাকুলতা।

আমি দেখেছি তোমার চোখ---

সেই চোখেতে আকুলতা দেখেছি,

কিন্তু আমার জন্য নয়||

কাল মিশে ছিলাম তোমার প্রতিটি শিরায়-উপশিরায়--

কান পেতে শুনেছি রক্ত চলাচলের নিরব শব্দ,

কিন্তু তুমি!শুনতে চাওনি,

আমার কষ্টে চাপা অশ্রুহীন কান্না,

যার স্রষ্টা তুমি||

আমি সারাক্ষণ খুঁজেছি তোমায়--

যে তোমাতে হারিয়েছি আমার আমিত্বকে,

আমি খুঁজে পাইনি,

কারণ তুমি ছিলে অন্য কোথাও|

----------------------------------------

--------------------------------------------

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342106
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৩
নাবিক লিখেছেন : খুব কঠিন অবস্হা দেখি আপনার! Happy
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
283593
হলুদ রঙ মেঘ লিখেছেন : ঠিক ধরেছেন ভাই নাবিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File