” WE HATE POLITICS প্রজন্মের কণ্ঠে, NO VAT, NO VAT হুংকার” রাস্তায় শুনি কোকিলের ডাক, আমিতো অবাক
লিখেছেন লিখেছেন হলুদ রঙ মেঘ ১২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৪:২৩ সকাল
“We hate politics” প্রজন্ম এখন রাজপথে নেমেছে! তাদের মার্জিত- চিন্তিত- বিনীয় টাইপের কণ্ঠনালী থেকে উচ্চারিত হচ্ছে “No Vat, No Vat” টাইপের রক্তিম শ্লোগান ।
<>আমরা অবাক হলাম!আরে ভদ্র প্রজন্মের রক্ত আবার উত্তপ্ত হয় কেমতে?? কিছুদিন আগে যে কণ্ঠগুলো কবিতা –গানে মুখরিত ছিল , সেই মুখগুলুর এহেন পরিবর্তন!
রজনীতি আর রাজনীতিকদের ঘৃণা প্রদর্শন করে যাওয়া ভদ্র প্রজন্ম সরকারের অনৈতিক দাবি প্রত্যাহার জন্য প্রাণপণ লড়াই চালায়…।
<>আমার বিস্মিত হলাম। আমরা বলেছিলাম… “গণতন্ত্র যেখানে সীমাবদ্ধ , অধিকার সেখানে আড়স্ত, মুক্তি সেখানে অসম্ভব”
* তারা বলল –দূর গণতন্ত্র বাংলাদেশে আছে নাকি ! সব দলইতো বদের হাড্ডি।
<> সাহস করে আমরা বলেছিলাম…এক হও লড়াই কর, ঘর ছেড়ে পথে এসো। ফ্যাসিবাদের আস্তানা ভেঙ্গে দাও, ভেঙ্গে দাও।
* তার কাব্য –কবিতা পড়ে সময় কাঁটালো।হয়তো বলেছিল “ কী লাভ, কে শুনে কার কথা”
<> আমরা আওয়াজ তুললাম... “ছাড় গদি না হয় তলিয়ে দিব রক্ত নদী” হয় ভোটের অধিকার দিবি না হয় রক্ত নিবি”
* তারা বলত – সংঘাতের মাধ্যমে অধিকার আদায় !! This is impossible.
<>আমরা অবরোধ ডাকলাম, রাজপথে থাকলাম ,মিছিল- শ্লোগানে গণতন্ত্রের জন্য দিলাম গগনবিদারী চিৎকার ।
* তারা সুধাল, ---হরতাল-অবরোধ ধংসাত্বক এসব কর্মসূচী ,শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে দাবি আদায়ের নজির বিশ্বে আছে অসংখ্যটা।
<> আমাদের শরীর বিদ্দ হলো অত্যাচারী পুলিশের বুলেটে, সরকার দলীয় সন্ত্রাসীদের আঘাতে ঝরল রক্ত ,পড়ল লাশ, রাজপথ রঞ্জিত হলো রক্তের ছোপ ছোপ দাগে,বাতাস দূষিত হলো গলিত মৃত দেহের লাশের গন্ধে...
* তারা জালিম সরকারের উদ্দেশ্যে করে লিখত ...This is too much. আন্দোলনকারীদের কিছু অধিকার আছে সেটা আপনাদের মনে রাখা দরকার।
<> আমরা চিহ্নিত হলাম দেশদ্রোহী- আই এস- জঙ্গি পরে হলাম জালিমের জেলের কয়েদী। বুলেটের কাছে পরাজিত হলো গণতন্ত্র আর অধিকার অন্তত কিছু দিনের জন্য।
* তারা ফেসবুক- টুইটারে একটিভ থাকল... লিখল রাজনিতি আসলই বদের হাড্ডি ।
---------------------------------------------------------------------------------------------
আজ আমদের “we hate ধংসাত্বক কর্মসূচী প্রজন্ম” সরকারের অনার্য দাবি বাতিলের জন্য সড়ক পথে অবস্তান নিয়েছে, যান চলাচল বন্ধ করে আন্দোলন করছে। বলতেছে দাবি আদায় না করে তারা ঘরে যাবেনা। জালিম সরকারের পুলিশের রাবার বুলেট – জল কামান উপেক্ষা করে সোনার দেহে প্রতিবাদী স্লোগান লিখে বিপ্লবীর মতো হুঙ্কার দিচ্ছে ...
<>বাহ্ বাহ্ বাহ্ ! কী চমৎকার ,কবি কবি চেহারার ভাইগুলো আজি কি মুরুতি ধারন করল রে...!
সত্যিই গর্বে আমার বুক ফেঁটে যাচ্ছে। আর আমাদের আপুনিগুলো রূপচর্চা বাদ দিয়ে রাস্তার ধূলাবালির মধ্যে! কঠোর সূর্য তাপে কোমল মুসৃণ ত্বক কালো বর্ণ ধারন করে দেহের ঘাম ঝরিয়ে রাস্তার ধুলাবালিদের একদম আপন মনে ভিজিয়ে দিচ্ছে । যে সব কোমল ঠোঁটে শোভা পেতো রঙ বেরঙের লিপস্টিক আর যা প্রেরনা জুগিয়েছিল অসংখ্য করির হাজারো কাব্য –কবিতা সৃষ্টিতে। আজ সেই সব ঠোঁটে , সেই কণ্ঠনালীতে কি অগ্নিলাভা আর জবান থেকে কঠোর হুশিয়ারি “ মানবি আমদের দাবি,না হয় দেশ ছেড়ে যাবি!
• বাহ ভালোতো, ভালো না?? সত্যিই গর্বে একদম বুক ফেঁটে যায়।
____________________________________________________________________________________
পরিশিষ্ট : জাতির আত্তা শিক্ষার উপর VAT আরোপ করা অগণতান্ত্রিক সরকারের নির্লজ্জ হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তাদের কাছ থেকে এহেন হস্তক্ষেপ অস্বাভাবিক তো নয়ই বরং খুবই স্বাভাবিক।কারন তারা জনগনের রায়ে নির্বাচিত নয়। আরে শিক্ষা কী পণ্য নাকি এতে আবার VAT কিসের?? ফ্যাসিবাদী সরকারের এহেন দাবি মেনে নিলে আপনার সব ধরনের অধিকার খর্ব হবার আশংকা থেকে যায়। ৪৪ টাকায় ডিজেল কিনে ৯৯ টাকা বিক্রি করছে আমাদের কাছে। অদূর ভবিষ্যতে হয়তো ৪৪ টাকার ডিজেল ২৯৯ টাকায় বিক্রি করা হবে এবং বঙ্গবন্দুর স্বপ্ন পূরণে অনেক অনেক এবং অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমতম
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন