পুত্রের বিচার চাহিয়া পিতার নিকট পত্র

লিখেছেন লিখেছেন হলুদ রঙ মেঘ ০৮ জুলাই, ২০১৪, ০৪:৫১:০৯ বিকাল

[পুত্রের বিচার চাহিয়া পিতার নিকট পত্র]

#প্রিয় জিল্লুর রহমান,

জীবন নামক হাঁটে মরিচ বেচা শেষ করিয়া আপনি ফটল তুলিয়াছেন বছর দুয়েক আগে।ব্যাক্তিগত জীবনে কুত্তালীগের প্রতিনিধিত্ব করিলেও আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানিতাম।আপনার ইন্তিকালের পরে আপনারি ঔরৌসজাত সন্তান পাপন হাইব্রিড নেতা হিসেবে দেশের রাজনীতিতে জন্মগ্রহণ করিয়াছে।জননেত্রী শেখ হাসিনা মৃণালের অসীম কৃপায় ক্রিকেট বোর্ডের পুন্দান র হিসেবে দাদাগীরি করিয়া আসিতেছে।এক পর্যায়ে ভারতীদাদাদের ফয়দা হাসিলের জন্যে বিপিএলে স্পটফিক্সিং নামক মেডিসিন আমদানি করিয়ে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে।

বিনা কারণে খেলোয়াড়দের পাচায় কুতকুতি খেলা উহার প্রধান কর্ম হিসেবে পরিণত হইয়াছে।

আজ আপনার সুপুত্রের কারিশমায় আমাদের রত্ন সাকিব ৬ মাসের জন্য নিষিদ্ধ করিয়াছে।

কিন্তু পরিতাপের বিষয় হইলো পাপন সাহেব ভূলিয়া গিয়াছে সাকিব গুম নগরী নাঃগঞ্জের জামাই।

তাই উনি গুমহয়ে আজীবনের জন্য ঘুমিয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।

"তাই পুত্রকে বুঝিয়ে সঠিক পথে এনে বাধিত করিবেন"

"ইতি"

সাকিবভক্ত রুবেল।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242910
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৯
হতভাগা লিখেছেন : সাকিব ডঃ ইউনূসের মতই বাংলাদেশের একজন আইকনিক ফিগার হয়ে দাঁড়িয়েছিল । তাকে তো হেনস্তা হতেই হত ।

'' যে দেশে গুনীর কদর হয় না , সে দেশে গুনী জন্মায় না '' - ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
242916
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৬
হলুদ রঙ মেঘ লিখেছেন : সঠিক কথা বলেছেন।পাপ অন বলেছেন,সাকিব কোচ খেলোয়াড় সবার সাথে খারাফ ব্যবহার করে।কিন্তু আমরা কখনো তার সহ খেলোয়াড়দের কাছ থেকে এমন অভিযোগ শুনিনি বরং সাকিব কোচ হোয়াটমোর,সিডন্সদের প্রিয় পাত্র ছিল।পি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File