বার্ন ইউনিট থেকে বলছি

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০৯:৪৫ সন্ধ্যা

বার্ন ইউনিট থেকে বলছি

বার্ন ইউনিট থেকে বলছি

বাসে চেপে ভাবছিলাম সে ছোটবেলার কথা

ভাবতাম তন্বয় হয়ে তাকিয়ে রাস্তা পানে

কিভাবে এ রাস্তা যায় চলে ।

বার্ন ইউনিট থেকে বলছি

ঘুমঘোরে স্বপ্নে ঘুরছি শৈশবে এথাসেথা

হঠাৎ ই আমি ঘুরে আসি এ ধরার চৌকোণে

তারপর কে বা কারা নিয়ে এলে।

বার্ন ইউনিট থেকে বলছি

অনেকেই এসে দেখে যায় বোঝে না সে কি ব্যথা

কাবাবের গন্ধ এখানে ওখানে চারকোনে

তবু জিভ আমার পুরে না জলে।

বার্ন ইউনিট থেকে বলছি

দেখ দেখ সকলে বলছে সে এক রুপকথা

আমি ভাল! তবু বলে চোখ রেখ না দর্পনে

উপহাসে আখি দুটি পুড়ে জ্বলে।

বার্ন ইউনিট থেকে বলছি

চিনবে কি এ আমারে খোকা বা অনুরুপ কথা

হয়ত বা মনে মনে ভাবে যদি দুঃস্বপ্নে....

গোঙ্গানি মাঝে বিড়বিড়ে বলে।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302992
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:২৬
অনেক পথ বাকি লিখেছেন : কষ্ট পেলাম পড়ে Sad
302995
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। অনেক দিন পর আপনার লিখাটি পড়ে ভীষণ কষ্টে বুকের ভিতরে এক কঠিন আর্তনাদ অনুভব করলাম ভাইয়া।
303027
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৯
আফরা লিখেছেন : নোমান আপু খুবই কষ্ট পেলাম ।
353915
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
361492
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File