দিবাস্বপ্ন (প্রধানমন্ত্রি চাইলেই রাতের স্বপ্ন করতে পারেন)

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৪ নভেম্বর, ২০১৪, ০৬:৪৯:০১ সন্ধ্যা



স্বপ্ন স্বপ্নই|যার কোন পরিধি নেই|

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী হেফাযতের সমাবেশ শুরু হল|

বঙ্গভবনের সবাইকে নিয়ে লাইভ টেলিকাস্ট দেখছেন প্রধানমন্ত্রিসহ অন্যান্যরা|

পুলিশ,লীগের সব বাঁধা উপেক্ষা করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে কেমন জানি আনমনা হয়ে ভাবতে লাগলেন প্রধানমন্ত্রি|

এর মধ্যে হঠাৎ একটা পোস্টারে চোখ আটকে গেল প্রধানমন্ত্রির|

পোস্টারে লেখা ছিল-

সেদিন আমরা ভাবতেই পারিনি যে,আমার দেশের পুলিশ আমাদের উপর জাপিয়ে পড়বে|তাই অনেকটা অপ্রস্তুত ছিলাম|কিন্তু আজ আমরা প্রস্তুত|আজ আমরা জেনেও অবস্থান করব|এবং লতিফ সিদ্দিকির শাস্তি মুখোমুখি করা ছাড়া আমরা বাড়ি ফিরবনা|

হঠাৎ প্রধানমন্ত্রি উঠে গেলেন|এবং দু’রাকাত নফল নামাজ আদায় করলেন|সাথে সাথে প্রধানমন্ত্রি জরুরী সংবাদ সম্মেলন আহবান করলেন|বঙ্গভবনের সবাই কৌতূহলী|কি ঘটতে যাচ্ছে কেউ জানে না|

সংবাদ সম্মেলন শুরু হল-

সালামের মাধ্যমে শুরু করলেন প্রধানমন্ত্রি|বেশি কথা না বাড়িয়ে প্রধানমন্ত্রি উনার সিদ্ধান্ত জানিয়ে দিলেন|সরাসরি বলে দিলেন-

সোহরাওয়ার্দি উদ্যানে লতীফ সিদ্দিকির প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা কর|

এবং সালামের মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ করলেন|

সারাদেশে আনন্দ মিছিল|আরবদেশগুলোর অভিনন্দন জ্ঞাপন|বিভিন্ন আরব দেশ আটকে রাখা শ্রমবাজার ততক্ষণাত খুলে দিলেন|

সব কার্যক্রম সম্পন্ন|শুধু প্রধানমন্ত্রির আসার অপেক্ষা|

প্রধানমন্ত্রি আসলেন|অতঃপর শুরু হল বাস্তবায়নের পালা|

লতিফ সিদ্দিকি শেষ ইচ্ছা হিসেবে কি যেন বলতে চাইলেন প্রধানমন্ত্রিকে|এবং এ সুযোগ দেয়া হল|

প্রধানমন্ত্রির কাছে গিয়ে কানে কানে কি যেন বলবেন;এমন সময়ে প্রধানমন্ত্রির আরো সুবিধা হল|প্রধানমন্ত্রি সজোরে কষে একটা থাপ্পর বসে দিলেন লতিফের মুখে|সাথে কিছু বললেন প্রধানমন্ত্রি|

লতিফ সিদ্দিকি নিজের ভুল বুঝতে পারলেন,অনুতপ্ত হলেন|এবং তাওবা করে পুনরায় মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করলেন|ইমাম ডাকা হল|অতঃপর আবার মুসলিম হলেন লতিফ সিদ্দিকি|এদিকে উপস্থিত জনতা এক বুক ঘৃণা নিয়ে যার ফাঁসি দেখতে এসেছিলেন তাকে দ্ব্যর্থহীনভাবে বুকে টেনে নিলেন|এটা দেখে লতিফ সিদ্দিকি আরো অবাক হলেন|

এদিকে যোহরের আযান দিচ্ছে|উপস্থিত জনতা ও মঞ্চে উপবিষ্ট আওয়ামিলীগের শীর্ষস্থানীয় নেতারা একত্রে জামায়াতের সাথে নামাজ আদায় করলেন|

নামায শেষে মুসল্লিরা দেখতে পেলেন কিছু বিপথগামী শাহবাগী ব্লগাররাও এসেছেন|যাদের চোখেমুখে আলোর ঝলকানি|এবং তারাও লতিফ সিদ্দিকির পথ অনুসরণ করলেন|

বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287619
২৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
ভিশু লিখেছেন : এই সরকার সুস্পষ্টভাবে নাস্তিক-বান্ধব।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
231854
নোমান২৯ লিখেছেন : সহমতApplause |তবুও আমরা হেদায়াত আশা করতে পারি?Praying Praying Praying
287671
২৪ নভেম্বর ২০১৪ রাত ১০:১২
হতভাগা লিখেছেন : ইসলাম ধর্মকে বিদ্রুপ করে লাইম লাইটে আসা বর্তমান সময়ের সবচেয়ে হিট তরিকা ।

আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা যখনই দেখতো বা বুঝতে পারতো যে দলে তাদের পজিশন নড়বড়ে হয়ে যাচ্ছে তখনই জিয়ার দূর্নাম গাওয়া শুরু করে দেয় । ফলে দলে তাদের পজিশন আবার রিগেইন হয়।

লতিফ সিদ্দিকী মনে হয় একটু বেশি করতে চেয়েছিলেন.
দল এখন তাকে নিয়ে বিপাকেই পড়েছে ।

তবে এটার পেছনে বৃহত প্রতিবেশীর হাত না থেকে পারেই না ।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
231864
নোমান২৯ লিখেছেন : যথার্থ বলেছেন|Applause Happy থাকতেই পারে|Worried Worried ধন্যবাদ আপনাকে|আপনার উপস্থিতি অনেকদিন পর|Tongue Tongue স্বাগতম নতুন করে|Good Luck Good Luck
287681
২৪ নভেম্বর ২০১৪ রাত ১১:১৮
আফরা লিখেছেন : নোমান আপু স্বপ্ন ভাল লাগল ।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
231860
নোমান২৯ লিখেছেন : Happy Happy Happy ধন্যবাদ সিনিয়র আপু|Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
287698
২৫ নভেম্বর ২০১৪ রাত ১২:৩১
বড়মামা লিখেছেন : ভালো লাগল আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
231861
নোমান২৯ লিখেছেন : Happy Happy আপনাকেও অন্নেক ধন্যবাদ|Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File