উপলব্ধি-(আল্লাহ তোমার নেয়ামতের অনেক শুকরিয়া)
লিখেছেন লিখেছেন নোমান২৯ ৩১ আগস্ট, ২০১৪, ১২:২৩:০৩ দুপুর
আল্লাহর পৃথিবীতে আমরা অজস্র নেয়ামতের মধ্যে ডুবে আছি।কিন্তু তা আমরা খুব কম সংখ্যাকই উপলব্ধি করতে পারি।প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনা মাঝে-মধ্যে এসব নেয়ামতের কিছু কিছু উপলব্ধি করতে সহায়ক ভূমিকা রাখে।তেমন-ই একটা ঘটনা-
একদিন এক অন্ধ লোক কোন এক ব্যস্তময় নগরীর গুরুত্বপূর্ণ এক মোড়ে ভিক্ষার বাটি নিয়ে বসে আছে।লোকটি কিছুক্ষণ পর পর তার হাত দিয়ে একটা প্ল্যাকার্ড উঁচু করে ধরছে।যাতে লেখা ছিল-আমি অন্ধ,দয়া করে সাহায্য করুন।আর বাটিতে ছিল,কয়েকটি কয়েন।
এক পথচারী ঐ অন্ধ ভিক্ষুকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।সে অন্ধ ভিক্ষুককে দেখে তার পকেট থেকে কয়েকটি কয়েন বাটিতে রাখল।তারপর অন্ধের প্ল্যাকার্ডটি নিল।এবং এতে কিছু লিখল।অতঃপর প্ল্যাকার্ডটি অন্ধকে দিল।যাতে প্ল্যাকার্ডের নতুন লেখা সবাই দেখে।
অল্পক্ষণেই বাটি কয়েন এ ভর্তি হয়ে গেল।অনেক লোক অন্ধকে সাহায্য করল।যে লোকটি প্ল্যাকার্ডের লেখা পরিবর্তন করল,সে লোকটি বিকেলে কি ঘটল তা দেখতে এল।অন্ধ লোকটি কোন ব্যক্তির উপস্থিতি অনুভব করল এবং জিজ্ঞেস করল,আপনি কি ঐ ব্যক্তি যে সকালে আমার প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন।এবং আপনি কি করছিলেন ?
ঐ লোকটি বলল,আমি শুধু সত্যিটা লিখেছিলাম।আমি তোমার কথাটায় লিখেছিলাম কিন্তু তা একটু ভিন্ন উপায়ে।
ঐ লোকটি প্ল্যাকার্ডে লিখছিল,‘আজকের দিনটি খুব সুন্দর ছিল।কিন্তু তা আমি দেখতে পাইনি।’
আপনি কি ভাবছেন প্ল্যাকার্ডের লেখাদ্বয় একই কথা বলছে?
অবশ্যই।লেখা দুটি পথচারীকে এই কথা বলছে যে,ঐ ভিক্ষুক অন্ধ।কিন্তু প্রথম লেখা বলছে,ঐ ভিক্ষুক শুধুই অন্ধ।আর দ্বিতীয় লেখা বলছে,পথচারী খুব ভাগ্যবান যে তারা অন্ধ নয়।আশ্চর্যের বিষয় যে,প্রথম লেখার চেয়ে দ্বিতীয় লেখাটা বেশী অর্থবহুল।
তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাক।সূরা আল মু’মিনূন,৭৮
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই বলছেন তো ?
মন্তব্য করতে লগইন করুন