দু'টি হাদীস।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৬ জুন, ২০১৪, ০৩:২৮:২৪ দুপুর
দাওয়াত আরো হাদিস পড়ার জন্যি
অনুবাদঃ
_____
হযরত আয়েশা (রাঃ)হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স)বলেছেন,ছয় ধরণের লোক এমন রয়েছেন,যাদের প্রতি আমি অভিসম্পাত করি এবং আল্লাহ তায়ালাও তাদেরকে অভিসম্পাত করে থাকেন।বস্তুত প্রত্যেক নবীর দোয়া কবুল হয়ে থাকে।(তারা হলো)১.আল্লাহর কিতাবে বৃদ্ধিকারী।২.আল্লাহর তাকদীরকে মিথ্যারোপকারী।৩***.জোরপূর্বক ক্ষমতা দখলকারী।(যে এ উদ্দেশ্যে ক্ষমতা দখল করে যে,)আল্লাহ যাকে অপমানিত করেছেন,তাকে সে সম্মান দেবে এবং আল্লাহ যাকে সম্মান দান করেছেন,সে তাকে অপমান করবে।৪.যে ব্যক্তি হেরেম শরীফের অভ্যন্তরে নিষিদ্ধ কাজ করাকে বৈধ মনে করে।৫.যে ব্যক্তি আমার বংশধরকে কষ্ট দেয়া বৈধ মনে করে;অথচ আল্লাহ তায়ালা তা হারাম করে দিয়েছেন।৬.আর আমার সুন্নাতকে বর্জনকারী।(বায়হাকী হাদীসটিকে মাদখালে এবং রাযীন তাঁর কিতাবে বর্ণনা করেছেন।)
হাদীসের ব্যাখ্যাঃ
__________
আলোচ্য হাদীসে বলা হয়েছে,ছয় প্রকার লোকের প্রতি আল্লাহ ও তাঁর রাসূল (স) লানত করে থাকেন।আর রাসূল (স)-এর দোয়া বা বদদোয়া নিশ্চয়ই আল্লাহ তায়ালার দরবারে কবুল হয়ে থাকে।উল্লিখিত ছয় প্রকারের লোক হচ্ছে-
১.যে ব্যক্তি আল্লাহর কিতাবে নিজের সুবিধা অনুযায়ী শব্দ ও অর্থ সংযোজন করে।
২.যে আল্লাহর নির্ধারিত তাকদীরকে অস্বীকার করে এবং এর বিরুদ্ধে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে।
৩***.যে লোক বলপ্রয়োগের মাধ্যমে এ উদ্দেশ্যে ক্ষমতা দখল করে যে,সে কাফের,মুশরিক ও ফাসেকুদেরকে সম্মান প্রদর্শন করবে এবং দ্বীনদার লোকদেরকে অসম্মান করবে।
৪.যে ব্যক্তি হেরেম শরীফের অভ্যন্তরে নিষিদ্ধ কাজ করাকে বৈধ মনে করে।
৫.যে ব্যক্তি আমার তথা বনু হাশেমকে কষ্ট দেয়া বৈধ মনে করে;অথচ আল্লাহ তায়ালা তা হারাম করে দিয়েছেন।
৬.যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিত্যাগ কিংবা দুর্বল মনে করে অথবা এর প্রতি বিদ্রুপ করে।
________________________________________________________________________________
২.অনুবাদঃ
_______
হযরত আবু মুসা আশয়ারী (রাঃ)হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,মানুষের অন্তরের দৃষ্টান্ত হলো,তৃণশূন্য মাঠে একটি পালকের মত।যাকে প্রচন্ড বায়ু এদিক সেদিক ঘুরিয়ে থাকে।(আহমদ)।
হাদীসে ব্যাখ্যাঃ
_________
আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (স)আদম সন্তানের অন্তরের দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে বলেছেন,খোলা মাঠে খড়কুটা ও পালকের যে অবস্থা,মহান আল্লাহর হাতে মানুষের অবস্থাও তদ্রুপ।খোলা মাঠে বাতাস যেভাবে খড়কুটা ও পালককে বিভিন্ন দিকে আন্দোলিত করে,অনুরুপভাবে আল্লাহ তায়ালাও মানুষের মনের গতিকে বিভিন্ন দিকে প্রবাহিত করে থাকেন।
দাওয়াত আরো হাদিস পড়ার জন্যি
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
>
>
>
>
থ্যাংকু
অয়েলকাম !
প্রেট্রলকান..
কি কইলেন ? ভাইয়া ?
শুকরিয়া।
ধন্যবাদ ভাইয়া ।
হারিকেন ভাইয়া কোথায় ?
ফুল দিয়ে কাজ নাই।টর্চ নেন-
ধন্যবাদ ভাইয়া ।আমার ব্লগে প্রথম মনে হয় ?
অন্নেক ধন্যবাদ । ভাইয়া ।
ন
সত্যবাদী ভাইইয়াকে অসংখ্য ধন্যবাদ ।
ধন্যবাদ ভাইয়া ।অন্নেক ধন্যবাদ ভাইয়া ।
এরকম পোস্ট আরো পাবেন ।আশা করি সাথে থাকবেন ।
ধন্যবাদ ভাইয়া ।
আপনাকেও অন্নেক ধন্যবাদ ভাইয়া ।
খুশি হলাম ভাই । ধন্যবাদ ভাই ।
এরকম পোস্ট আরো পাবেন ।আশা করি সাথে থাকবেন ।
আমীন ।ধন্যবাদ ভাইয়া ।
খুব খুব ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন