জামাত-শিবির-আম্লীগ সব্বাই একই গোয়ালের গরু !!!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৫ মে, ২০১৪, ০৯:৪৭:১৭ রাত
.
পোস্টার ও ঝটিকা মিছিলের রাজনীতি সাধারণ্যের নিকটে ভিড়তে সাহায্য করে না ।বরঞ্চ এই রাজনীতি সাধারণ জনগণ থেকে দূরে সরিয়ে রাখে ।সাধারণ জনগণের নিকট ভিড়তে চাই জাতীয় সমস্যা সমাধানের দাবিতে তড়িত কর্মসূচি ।যেমনঃবিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেয়া,গুম-খুন রোধকরণে কর্মসূচি দেয়া,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উন্নতির জন্যে কর্মসূচি দেয়া ইত্যাদি।
হ্যাঁ।দেখলাম পথ-ঘাট-প্রান্তরে কিছু পোস্টার এসেছে । বরাবরের মতই শিবির লাগিয়েছে ।যেমনটি করে আসছে গত আওয়ামী আমল থেকে।এই সময়কালে তাদের কর্মসূচি ছিল নেতাদের মুক্তি চেয়ে হরতাল আহবান।হরতালে ঝটিকা মিছিল কিংবা রাতের অন্ধকারে কিছু পোস্টার লাগান।এছাড়া আর কোন কর্মসূচি লক্ষ্য করা যায় নি ।অবশ্য কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা নাই যে তা নয়।প্রতিবন্ধকতা বললে ভুল হবে বলতে হয় মহাপ্রতিবন্ধকতা আছে ।কিন্তু তা স্বত্তেও তারা নেতাদের রায় পরবর্তী ঠিকই কর্মসূচি দিয়েছে ।কিন্তু এই সময়ে সংঘটিত কোন জাতীয় ইস্যুতে তারা বলার মত কোন কর্মসূচি দেয়নি।
যায় হোক,পোস্টার এর কথায় আসি।এই পোস্টারের বিষয়বস্তু ছিল সারাদেশব্যাপী সংঘটিত গুম-খুনের চিত্র তুলে ধরা । এবং তাদের নেতাদের মুক্তির দাবি সংবলিত কিছু কথা এছাড়া আর কিছু নয়।
এখন প্রশ্ন হল,এই পোস্টার লাগিয়ে তারা কি জনগণের কাছে ভিড়তে পারবে?উত্তর হবে অবশ্যই না।বিলবোর্ড রাজনীতি ,পোস্টার রাজনীতি বিশেষ কোন ফল বয়ে আনে না।আমার মতে বিলবোর্ড রাজনীতি হচ্ছে রাজনৈতিক হা-বিলাশ ।আর পোস্টার রাজনীতি হচ্ছে, জানান দেয়া আমরা এখনো নিঃশেষ হয় নি ।
বলতে পারেন এর মাধ্যমে আমরা জানান দিচ্ছি সরকারের গুম-খুন-হত্যা-লুণ্ঠন-অবিচার-অত্যাচার-অপকর্মের ।সাথে আমাদের অস্তিত্বের এবং আমরা যে,অন্যায় বিচারের শিকার হচ্ছি তার জানান দিচ্ছি ।
সাথে আমাদের দলের প্রচার-প্রসারের কাজও সারছে।
কিন্তু আমি বলি কি ভাই,সাধারণ জনগণকে আর এর(সরকারের অপকর্মের) চিত্র তুলে ধরতে হবে না। তারা জানে এবং বুঝে।আর আপনাদের অস্তিত্বেরও জানান দিতে হবে না।কারণ আপনাদের অস্তিত্ব কখনো বিলীন হওয়ার নয়।এবং এর কারণ আপনারা আদর্শের উপর প্রতিষ্ঠিত।আর আপনারা যে,অন্যায় বিচারের সম্মুখীন হচ্ছেন তা সাধারণ মানুষ ধরে নিয়েছে জগদ্বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী’কে কাঠগড়ায় দাঁড় করানোর পর।আর আপনাদের দলের প্রচার-প্রসারের দ্বায়িত্ব স্বয়ং আম্লীগ ও তার সাঙ্গপাঙ্গরা।তাছাড়াও সাধারণ মানুষ জানে অপকর্ম কারা করে এবং সতকর্ম না করলেও অন্তত অপকর্ম করে না কোন দল ।
আসলে কি ভাইয়া’রা শিবির সংক্রান্ত কোন পোস্টার দেখলে আমিও আগে খুশি হতাম,উচ্ছ্বসিত হতাম।কিন্তু এখন কেন যেন হয় না।কারণ এই পোস্টারে কোন কাজ হবে না ।এই পোস্টার এখন জামাত-শিবির এবং আম্লীগ’কে এক করে ফেলে।তাই এখন এই পোস্টার দেখে আর উচ্ছ্বসিত হয় না।তাছাড়াও সাধারণ মানুষের এই সব পোস্টার পড়ার সময় নেই এবং তারা ভাল-মন্দ সব বুঝে।এবং বিক্ল্প খুঁজে বেড়াচ্ছে ।এই বিকল্প দল যদি বাসদ/জাসদও হয় তবুও সাধারণ মানুষ ধর্ম সংক্রান্ত বিষয় ছাড় দিয়ে ঐ দলের প্রতি ঝুঁকবে ।
তাই জামাত-শিবিরের উচিত পোস্টার রাজনীতি বন্ধ করে সাধারণ্যের কাছে ভিড়ার চেষ্টা করা ।এবং জাতীয় ইস্যু সমাধানে তৎক্ষনাৎ কর্মসূচি আহবান করা।যেমনটি করে আসছে তাদের নেতাদের রায় পরবর্তী সময়ে।
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
ধন্যবাদ ।
অন্নেক ।
ধন্যবাদ। ভাল একটা বিষয় তুলে ধরেছেন। আমিও সমর্থন করলাম। জনগনকে সাথে নেয়ার বিকল্প নেই। তাই অনেকই ইস্যূ আছে জনগনকে সাথে নেয়ার। এটিই সে সাহসী সময়।
ধন্যবাদ ভাইয়া ।
জনগনের কাছে যেতে হবে।
তার আগে নিজেদের ইসলামের মূলনীতিতে ফিরতে হবে। এবং সেটা জনগনকে দেখাতে হবে বুঝাতে হবে।
সহমত ।
আপনি যেথাকার বলেন সেথাকার ।
মন্তব্য করতে লগইন করুন