গুম
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৩ মে, ২০১৪, ০৪:৩৫:২৫ বিকাল
গুম
হয়ত আমি গুম হব ;
মরব শত্রুর হাতে ।
পানি খেয়ে ভেসে উঠব ;
অজানা কোন নদী তটে ।
ফুলে,ফেঁপে লাশটি মোর ;
গন্ধ ছড়াবে চৌকোণে ।
ছিড়ে খাবে লাশটি মোর ;
চিল,কাক আর শকুনে ।
হয়ত আমি গুম হব ;
পড়ে রব বিলের ধারে ।
মোর লাশ পথিক দেখে ;
দিবে হাত নাকে-চোখে ।
ভাববেনা কেউ কে আমি ?
কবে,কোথা হতে এলাম ?
কোন মা’র নয়নমনি-
আমি,কেনবা মরলাম?
কেন,কত ভাববে তারা ?
দেখছে লাশ রোজ ভোরে ।
কেন লাশের এ মিছিল ?
বোঝেনা ।তারা যে আঁধারে ।
হয়ত আমি গুম হব ;
পাব না জানাজা বা মাটি ।
হয়ত আমি গুম হব ;
উঠে আসব দৈনিকে ।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন